IND vs SL 3rd T20: বিশ্বরেকর্ড ৩১৭ রানে জয়, শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত
টসে জিতে তৃতীয় ওয়ান ডেতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দল একাদশে দুই বদল ঘটায়। সুযোগ পান সূর্যকুমার যাদব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথমে ব্যাটে নেমে ভারতীয় ওপেনাররা শুরুটা দারুণ করেন। ওপেনিংয়ে রোহিত ও শুভমন ৯৫ রান যোগ করেন।
তবে দুরন্ত ছন্দে দেখানো রোহিত বড় শট হাঁকাতে গিয়েই বাউন্ডারিতে আউট হন। ৪২ রান করেন ভারতীয় অধিনায়ক।
রোহিত আউট হওয়ার পর বিরাট ব্যাটে নেমে শুরু থেকেই আগ্রাসী ছন্দে ব্যাট করেন। তৃতীয় উইকেটে বিরাট ও শুভমন শতরানের পার্টনারশিপও গড়ে ফেলেন।
এরই মাঝে ৮৯ বলে নিজের দ্বিতীয় ওয়ান ডে শতরান পূর্ণ করে ফেলেন শুভমন। তবে জলপানের বিরতির পরেই ১১৬ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে।
এরপর শ্রেয়সের সঙ্গেও শতরানের পার্টনারশিপ গড়েন বিরাট। শ্রেয়স ৩৮ রানের একটি আগ্রাসী ইনিংস খেলেন। বিরাট নিজের কেরিয়ারের ৪৬তম আন্তর্জাতিক শতরান হাঁকান।
শতরানের পর বিরাট রানের গতি আরও বাড়ান। শেষমেশ ১৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। ভারত পাঁচ উইকেটে ৩৯০ রান তোলে।
জবাবে মহম্মদ সিরাজের ঘাতক বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা।
টপ অর্ডারের ব্যর্থতা চাপ গোটা ম্যাচেই আর কাটিয়ে উঠতে পারেনি দ্বীপরাষ্ট্র। শেষমেশ ৭৩ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা।
প্রথম দল হিসাবে ওয়ান ডেতে ৩০০-র অধিক রান জয় পায় ভারত। ফিল্ডিংয়ের সময় বাউন্ডারিতে বল বাঁচাতে গিয়ে চোট লাগায় এদিন আশেন বান্দারা আর ব্যাটে নামেননি।
এই জয়ের সুবাদে তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল টিম ইন্ডিয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -