IND vs WI 1st Test: অশ্বিনের স্পিন ফাঁদে নাজেহাল ওয়েস্ট ইন্ডিজ, কুম্বলে, অ্যান্ডারসনকে পিছনে ফেললেন তারকা বোলার
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁকে একাদশেই রাখা হয়েছিল না। সেই নিয়ে কম সমলোচনা হয়নি। তবে ডমিনিকায় জাতীয় দলে ফিরেই ফের অনবদ্য পারফর্ম করলেন আর অশ্বিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডমিনিকার শুকনো পিচে স্পিনারদের জন্য মদত ছিলই। সেই পিচেই পাঁচ পাঁচটি উইকেট নেন অশ্বিন। ভেঙে দেন ওয়েস্ট ইন্ডিজ ব্য়াটিংয়ের কোমর।
অশ্বিনের পাঁচ উইকেটে ভর করেই ভারতীয় দল মাত্র ১৫০ রানেই ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দেয়।
এটি অশ্বিনের কেরিয়ারের ৩৩তম পাঁচ উইকেট। এর সুবাদেই অশ্বিন জেমস অ্যান্ডারসনকে পিছনে ফেলে টেস্টে এক ইনিংসে সর্বাধিক পাঁচ উইকেট নেওয়ার তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন অশ্বিন।
প্রথম পাঁচে কিন্তু অশ্বিন একমাত্র ভারতীয় নন। ভারতের সর্বকালের সর্বাধিক উইকেটশিকারী অনিল কুম্বলে ৩৫ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়ে তৃতীয় রয়েছেন এই তালিকায়। ৬৭ বার পাঁচ উইকেট নিয়ে শীর্ষে মুথাইয়া মুরলিধরন।
এদিন তেগনারায়ণ চন্দ্রপলকে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন অশ্বিন। এই নিয়ে টেস্টে ৯৫ নম্বর বার বোল্ড করে সাফল্য পেলেন অশ্বিন। কুম্বলেকে পিছনে ফেলে তিনিই এখন বোল্ডের আকারে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় বোলার।
তেগনারায়ণ আবার শিবনারায়ণ চন্দ্রপলের ছেলে। ২০১১ সালে শিবনারায়ণকে আউট করেছিলেন। এবার ছেলেকেও সাজঘরে ফেরান অশ্বিন। মাত্র পঞ্চম বোলার হিসাবে টেস্টে বাবা ও ছেলের উইকেট নেওয়ার কৃতিত্ব নিজের নামে করেন ভারতের তারকা বোলার।
অশ্বিন এই ইনিংসেই আবার কুম্বলে এবং হরভজন সিংহের পর মাত্র তৃতীয় ভারতীয় বোলার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের গণ্ডি পার করলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -