World Test Championship: বাংলাদেশকে হোয়াইটওয়াশের পর টেস্ট চ্যাম্পিয়নশিপে কোথায় দাঁড়িয়ে রাহুলরা?
বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত। কে এল রাহুলের নেতৃত্বে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলাদেশকে হারানোর পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়িয়ে রাহুল বাহিনী?
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা অস্ট্রেলিয়া জয়ের শতাংশের হার ৭৬.৯২ শতাংশ।
বাংলাদেশকে পরপর ২ বার টেস্টে হারিয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ভারত। জয়ের শতাংশের হার ৫৮.৯২ শতাংশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা অনেকটাই সহজ করে নিয়েছে দ্রাবিড়ের ছেলেরা। তেমনটা হলে টানা ২ বার ফাইনালে উঠবে ভারত। কিন্তু কীভাবে?
এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের যা পরিস্থিতি, তাতে ভারতের ফাইনালে ওঠার পথে একমাত্র বাধা হতে পারে দক্ষিণ আফ্রিকা। তাদের জয়ের শতাংশের হার ৫৪.৫৫।
নতুন বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজে খেলতে নামবে ভারত। সেই সিরিজে সব ম্যাচ জিতলে সরাসরি ফাইনালে চলে যাবে ভারত।
ভারত যদি সেই সিরিজ ৩-০ ব্যবধানে জেতে, তবে দক্ষিণ আফ্রিকাকে তাদের বাকি ৪ ম্যাচের একটিতে হারতে হবে, অথবা ড্র করতে হবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে যদি ভারত ৩-১ ব্যবধানে জয় পায়, সেক্ষেত্রেও দক্ষিণ আফ্রিকাকে ১ ম্যাচ হারতেই হবে, তবেই ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -