Suryakumar Yadav: বিন্দুমাত্র প্রভাব পড়েনি ব্যাটিংয়ে, অধিনায়ক সূর্যকুমারের রেকর্ড আশা জাগাবে ভারতীয়দের মনে
রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায়, তাঁর পরবর্তীতে ভারতীয় দলের বিশ ওভারের অধিনায়ক কে হবেন, তা নিয়ে বেশ খানিকটা সময় জল্পনা চলে। শেষমেশ ব্যাটন ওঠে সূর্যকুমার যাদবের হাতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাকাপাকিভাবে সদ্যই ভারতীয় দলের দায়িত্ব পেলেও, জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের রঞ্জি দল, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়কত্ব করেছেন সূর্য। ভারতের অনূর্ধ্ব ২৩ দল, এমনকী সিনিয়র দলকেও গুটিকয়েক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সূর্য।
২০১৩ সালে সূর্যর নেতৃত্বেই ভারতীয় দল এমার্জিং টিমস কাপ জেতে। তিনি ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি, রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফির মতো টুর্নামেন্টে নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।
আইপিএলে অবশ্য মুম্বই ইন্ডিয়ান্সকে মাত্র একটি ম্যাচেই নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার। সেই ম্যাচে সূর্যর নেতৃত্বাধীন পল্টনরা তাঁর প্রাক্তন দল কেকেআরকে পাঁচ উইকেটে পরাজিত করেছিল।
ভারতীয় সিনিয়র দলকেও আটটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। গত বছরই টিম ইন্ডিয়াকে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব।
অধিনায়ক সূর্যর প্রথম সিরিজ়ে অস্ট্রেলিয়াকে হেসে খেলে ৪-১-র বিরাট ব্যবধানে পরাজিত করে ভারত। তারপরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টিম ইন্ডিয়ার নেতৃত্বে সূর্যকুমারকে দেখা যায়। তিন ম্যাচের সেই সিরিজ় ১-১ ড্র হয়।
অধিনায়কত্বের দায়িত্ব কিন্তু ব্যাটার সূর্যকুমারের ওপরও বাড়তি কোনও প্রভাব ফেলেনি।
আন্তর্জাতিক আঙিনায় নিজের অধিনায়ক হিসাবে অভিষেক ম্যাচেই অজ়িদের বিরুদ্ধে ৪২ বলে ৮০ রানে দুরন্ত ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে।
তাঁর রেকর্ড কিন্তু বেশ ঈর্ষণীয়। সাত ইনিংসে অধিনায়ক সূর্য ৪২.৮৫ গড় ও ১৬৪.৮৩ স্ট্রাইক রেটে মোট ৩০০ রান করেছেন।
একটি শতরান ও দুইটি অর্ধশতরান ও রয়েছে সেই সময়ে। এবার দেখার পাকাপাকিভাবে অধিনায়ক নির্বাচিত হওয়ার পর সূর্য টিম ইন্ডিয়ার হয়ে কেমন পারফর্ম করেন। (ছবি: সূর্যর ফেসবুক)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -