Test Record In Australia: রোহিত একা নন, অস্ট্রেলিয়ায় কোনওদিন টেস্ট জেতেননি এই কিংবদন্তি অধিনায়করাও
অস্ট্রেলিয়ার মাটিতে অধিনায়ক হিসাবে এখনও পর্যন্ত একটিও টেস্ট জেতেননি রোহিত শর্মা। তবে তিনি একা নন। সিরিজ জয় তো দূর অস্ত, অধিনায়ক হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে একটি টেস্ট ম্যাচও জেতেননি, এই তালিকায় রয়েছে কয়েকজন কিংবদন্তির নামও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহেন্দ্র সিংহ ধোনি যেমন। জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক। জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। অস্ট্রেলিয়ার মাটিতে সাতটি টেস্টে নেতৃত্ব দিয়ে ৬টি ম্যাচে হেরেছেন। একটি ড্র।
নিউজ়িল্যান্ডের অধিনায়ক হিসাবে ৮০টি টেস্ট ম্যাচ খেলে ২৮টিতে জিতেছিলেন স্টিফেন ফ্লেমিং। তবে অস্ট্রেলিয়ার মাটিতে জয় শূন্য।
১৯৯৭, ২০০১ ও ২০০৪ - তিনবার অস্ট্রেলিয়ায় গিয়ে একটিও টেস্ট ম্য়াচ জিততে পারেননি অধিনায়ক ফ্লেমিং। তবে একটি সিরিজ ড্র করে ফিরেছিলেন।
ক্রিকেট মাঠের আর এক কিংবদন্তি অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন।
অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্টে শ্রীলঙ্কার নেতৃত্ব দিয়েছেন রণতুঙ্গা। তার মধ্যে চারটি হেরেছে শ্রীলঙ্কা। একটি টেস্ট ড্র হয়েছিল।
একটানা সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ (১৫৯) খেলার বিশ্বরেকর্ড রয়েছে ইংল্যান্ডের অ্যালেস্টেয়ার কুকের। কিন্তু অধিনায়ক হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে কোনওদিন টেস্ট জয়ের স্বাদ পাননি।
অস্ট্রেলিয়ার মাটিতে ১০ টেস্টে নেতৃত্ব দিয়ে ৯টিতেই হেরেছিলেন কুক। একটি ম্যাচ ড্র হয়েছিল।
কেরিয়ারে ৫৬টি টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন মিসবা উল হক। তার মধ্যে ২৬টি টেস্টে জেতে পাকিস্তান।
২০১৫-১৬ মরশুমে অস্ট্রেলিয়ার মাটিতে ৩ টেস্টের সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেন মিসবা। ৩ ম্যাচেই হারে পাকিস্তান। ছবি - পিটিআই, এক্স ও ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -