India vs Bangladesh 2nd Test: বৃষ্টিবিঘ্নিত দিনে মাত্র এক উইকেটেই ইতিহাস অশ্বিনের, কানপুরে ৩৫ ওভারেই শেষ হল শুক্রবারের খেলা
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে আজই কানপুরের গ্রিন পার্কে নেমেছে ভারতীয় দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ম্যাচে মাত্র একটি উইকেট নিয়েই ইতিহাস গড়ে ফেললেন আর অশ্বিন। পিছনে ফেললেন আর অশ্বিনকে।
তারকা ভারতীয় অফস্পিনার অনিল কুম্বলকে পিছনে ফেলে এশিয়ার মাটিতে ভারতীয় হিসাবে সর্বাধিক, ৪২০টি উইকেট নিয়ে ফেললেন। তবে সবমিলিয়ে শীর্ষে রয়েছেন মুরলিধরন (৬১২টি)।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মোমিনুল হক মধ্যাহ্নভোজ পর্যন্ত আর যাতে কোনও উইকেট না পরে, তা সুনিশ্চিত করেন। ৭৪ রানে দুই উইকেট হারিয়েই সাজঘরে যায় বাংলাদেশ।
ভারতীয় দলে একাধিক বদলের জল্পনা থাকলেও, একাদশ অপরিবর্তিত রেখেই এদিন মাঠে নামে রোহিত বাহিনী।
বাংলাদেশের হয়ে জাকির হাসান দীর্ঘক্ষণ ক্রিজে থাকলেও কোনও রান পাননি। অনবদ্য ক্যাচ ধরে জাকিরকে সাজঘরে ফেরত পাঠান যশস্বী।
আরেক ওপেনার শাদমান ফেরেন ২৪ রানে। দুই উইকেটই নেন বাংলার আকাশদীপ।
তবে দ্বিতীয় সেশনে অশ্বিনের বলে ৩১ রানে এলবিডব্লু হন শান্ত। মধ্যাহ্নভোজের পর অল্প সময় খেলা হওয়ার পর সেই যে খারাপ আলোর জন্য খেলা বন্ধ হল, তা আর চালু হয়নি।
বৃষ্টি ও খারাপ আলোয় ৩৫ ওভারে শেষ হয় খেলা। মোমিনুল ৪০ ও মুশফিকুর রহিম ছয় রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ছবি: বিসিসিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -