IND vs BAN: বৃহস্পতিবার থেকে শুরু ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ, কখন, কোথায় দেখবেন?
ফের মাঠে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পর ফের মাঠে নামছে টিম ইন্ডিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রায় ১ মাসের দীর্ঘ বিরতির পর ফের ২২ গজের মহারণ নামবে রোহিত শর্মার দল। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজে খেলবে ভারত।
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। দীর্ঘদিন পরে বিরাট, রোহিতদের টেস্টের আঙিনায় দেখা যাবে।
বাংলাদেশ শিবির আসন্ন সিরিজে যথেষ্ট আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় ছিনিয়ে নিয়েছিল টাইগাররা।
রোহিত শর্মার নেতৃত্বে গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল ভারত। কিন্তু অজিদের বিরুদ্ধে হেরে যেতে হয়েছিল। আগামী ১০ টেস্টেও রোহিতের নেতৃত্বেই খেলবে টিম ইন্ডিয়া।
ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজটি ভারতীয় সময় সকাল ৯.৩০ থেকে শুরু হবে। প্রথম টেস্ট চেন্নাই ও দ্বিতীয় টেস্ট কানপুরে খেলা হবে।
বাংলাদেশ সিরিজটি ভারতে স্পোর্টস 18 চ্যানেলে দেখতে পারবেন সরাসরি সম্প্রচার। অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমায়।
বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি টি-টোয়েন্টি ম্য়াচও খেলবে ভারত টেস্টের পর। সেই ম্য়াচগুলো সন্ধে ৭ থেকে শুরু হবে।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফের অনেকদিন পরে দেখা যাবে রবীন্দ্র জাডেজাকে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটেো বিরাট-রোহিতের মত তিনিও সরে দাঁড়িয়েছিলেন। টেস্টে প্রথম একাদশে একমাত্র অলরাউন্ডার হিসেবে খেলবেন।
এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। আগামী ১০ টেস্টের মধ্যে ৬ ম্য়াচ জিতলেই ফাইনালে উঠবেন রোহিতরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -