এক্সপ্লোর
Rishabh Pant Record: কিংবদন্তি ভিভ রিচার্ডসের রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করলেন ঋষভ পন্থ
India vs England Test: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে মোট ৩৬টি ছক্কা মারা হয়ে গেল পন্থের। তিনি ভেঙে দিলেন কিংবদন্তি ভিভ রিচার্ডসের রেকর্ড।
ভিভের রেকর্ড ভাঙলেন পন্থ। - পিটিআই ও গেটি ইমেজেস
1/10

উইকেটকিপিং করার সময় তাঁর আঙুলে গুরুতর চোট লেগেছিল। চোট এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে, মাঠ ছেড়ে উঠে যেতে হয়েছিল ঋষভ পন্থকে।
2/10

ইংল্যান্ডের প্রথম ইনিংসের বেশিরভাগ সময়টাই উইকেটকিপিং করেন ধ্রুব জুরেল। পন্থের পরিবর্ত হিসাবে।
3/10

একটা সময় পন্থ ভারতের প্রথম ইনিংসে ব্যাট করতে পারবেন কি না, তা নিয়েই ছিল সংশয়। যদিও শেষ পর্যন্ত ব্যাট করতে নামেন পন্থ।
4/10

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৭৪ রানের আগ্রাসী ইনিংসও খেলেন তিনি। দুর্ভাগ্যজনক রান আউট না হয়ে গেলে শনিবার ইংরেজ বোলারদের কপালে আরও দুঃখ ছিল।
5/10

শনিবারের ইনিংসে জোড়া ছক্কা মেরেছেন পন্থ। সেই সঙ্গে তিনি একটি অভিনব রেকর্ড গড়েছেন।
6/10

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে মোট ৩৬টি ছক্কা মারা হয়ে গেল পন্থের। তিনি ভেঙে দিলেন কিংবদন্তি ভিভ রিচার্ডসের রেকর্ড।
7/10

স্যর ভিভ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৩৪টি ছক্কা মেরেছিলেন। সেটাই এতদিন ইংরেজদের বিরুদ্ধে টেস্টে কোনও এক ক্রিকেটারের মারা সবচেয়ে বেশি ছয় ছিল। সেই রেকর্ড এখন পন্থের দখলে।
8/10

তালিকায় তিন নম্বরে রয়েছেন নিউজ়িল্যান্ডের টিম সাউদি। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০টি ছক্কা মেরেছেন।
9/10

খুব অল্প দিনের টেস্ট কেরিয়ারে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৭টি ছক্কা মেরে ফেলেছেন ভারতের যশস্বী জয়সওয়ালও। তালিকায় তিনি চার নম্বরে।
10/10

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটারদের তালিকায় পাঁচ নম্বরে ভারতের অধিনায়ক শুভমন গিল। যিনি টেস্টে ইংরপেজ বোলারদের ২৬টি ছক্কা মেরেছেন। ছবি - পিটিআই ও গেটি ইমেজেস
Published at : 12 Jul 2025 11:57 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















