এক্সপ্লোর
IND vs ENG: লর্ডসেই আজ থেকে লড়াই ব্রিটিশদের বিরুদ্ধে, এই মাঠে রানের নিরিখে সেরা পাঁচ ভারতীয় ব্যাটার কারা?
IND vs ENG Test: লর্ডসে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এই মাঠে ২৭২ রান ঝুলিতে পুরেছেন। সেঞ্চুরি হাঁকিয়েছেন ১টি। বিনু মাঁকড় ১৯৪৬ সাল থেকে ১৯৫৯ পর্যন্ত দেশের জার্সিতে টেস্টে খেলেছেন।
লর্ডস ক্রিকেট গ্রাউন্ড
1/10

এই তালিকায় রয়েছেন গুন্ডাপ্পা বিশ্বনাথ। ছোটখাটো চেহারার প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারই লর্ডসে দাপট দেখিয়েছিলেন।
2/10

লর্ডসে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এই মাঠে ২৭২ রান ঝুলিতে পুরেছেন। সেঞ্চুরি হাঁকিয়েছেন ১টি।
3/10

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কিংবদন্তি বিনু মাঁকড় টেস্টে লর্ডসে ৩৩৩ রান ঝুলিতে পুরেছেন। ১ টি শতরান ও তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন।
4/10

বিনু মাঁকড় ১৯৪৬ সাল থেকে ১৯৫৯ পর্যন্ত দেশের জার্সিতে টেস্টে খেলেছেন।
5/10

সুনীল গাওস্কর রয়েছেন এই তালিকায়। লর্ডসে তিনিও ভারতীয় দলের জার্সিতে দাপটের সঙ্গে খেলেছেন লর্ডসে।
6/10

গাওস্কর লর্ডসে ২ টো অর্ধশতরান হাঁকিয়েছেন লিটল মাস্টার। এই মুহূর্তে ইংল্যান্ডে ধারাভাষ্যের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
7/10

প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় লর্ডসে ব্য়াট হাতে রান পেয়েছেন।
8/10

রাহুল দ্রাবিড় ৩৫৪ রান করেছেন এই লর্ডসের মাঠে। ১টি সেঞ্চুরি ও দুটো অর্ধশতরান হাঁকিয়েছেন দ্রাবিড়।
9/10

এই তালিকায় সবার ওপরে রয়েছেন দিলীপ বেঙ্গসরকর। লর্ডসে ভারতীয় ব্যাটারদের মধ্য়ে সবচেয়ে বেশি রান করেছেন তিনিই।
10/10

দিলীপ বেঙ্গসরকর লর্ডসে ব্যাট হাতে লর্ডসে ৫০৮ রান করেছেন। ১টি অর্ধশতরান ও তিনটি শতরান হাঁকিয়েছেন।
Published at : 10 Jul 2025 01:31 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























