এক্সপ্লোর
IND vs ENG: গিলের নেতৃত্বে ইংল্যান্ডে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ?
IND vs ENG Probable XI: পেস অ্যাটাকে অবশ্যই নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ায় পারথ টেস্টে তিনি নেতৃত্বও দিয়েছিলেন। ম্য়াচে ভারত জিতেছিল। যদিও ইংল্যান্ডে তাঁকে সহ অধিনায়কও করা হয়নি।
ইংল্যান্ডে টেস্ট সিরিজে সুযোগ পেয়েছেন করুণ নায়ার
1/10

ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮ সদস্যের ভারতীয় স্কোয়াড ঘোষণা করে ফেলেছে বিসিসিআই। রোহিত, বিরাটহীন স্কোয়াডে অনেক নতুন মুখ সুযোগ পেয়েছেন। হেডিংলেতে প্রথম টেস্টের সম্ভাব্য একাদশে কে কে থাকতে পারেন, দেখা যাক। ওপেনিংয়ে নিঃসন্দেহে খেলবেন তরুণ জশস্বী জয়সওয়াল।
2/10

জয়সওয়ালের সঙ্গে ওপেনে দেখা যেতে পারে কে এল রাহুলকে। রোহিত সরে যাওয়ায় এবার রাহুলের সামনে সুযোগ টপ অর্ডারে নিজের জাত চেনানোর। তাঁর অভিজ্ঞতাও কাজে লাগবে দলের।
3/10

তিন নম্বরে দেখা যেতে পারে সাই সুদর্শনকে। আইপিএলে ধারাবাহিক পারফরম্য়ান্স করে টেস্টে সুযোগ পেয়েছেন সাই। প্রথম টেস্টেও দলে ঢুকে যেতে পারেন তিনি।
4/10

আট বছর পর জাতীয় দলে সুযােগ পেয়েছেন করুণ নায়ার। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছেন সাম্প্রতিক সময়ে। কাউন্টির অভিজ্ঞতা রয়েছে। বিরাটের জুতোয় পা গলাতে চলেছেন হয়ত করুণ। তাঁকেই চার নম্বর পজিশনে দেখা যেতে পারে, আভাস দিয়েছেন স্বয়ং আগরকরও।
5/10

টেস্ট দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমন গিল। রোহিতের স্থলাভিষিক্ত হওয়া গিল হয়ত পাঁচ নম্বর পজিশনে খেলতে নামবেন ইংল্য়ান্ডে। দায়িত্ব নিঃসেন্দহে বাড়ছে তরুণ ডানহাতি ব্যাটারের।
6/10

ঋষভ পন্থকে আসন্ন সিরিজে সহ অধিনায়ক হিসেবে দেখা যাবে ভারতীয় দলের। উইকেটের পেছনে পন্থই থাকবেন। সেক্ষেত্রে ধ্রুব জুড়েলকে রিজার্ভে বসতে হবে। পন্থকে ছয় নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে হয়ত।
7/10

ইংল্যান্ডের পেস সহায়ক উইকেটে ফাস্ট বোলার অলরাউন্ডার নীতীশ রেড্ডি রয়েছেন। অস্ট্রেলিয়ায় নজর কেড়েছিলেন নিজের প্রথম টেস্ট সিরিজেই। ইংল্যান্ডেও কিন্তু চ্যালেঞ্জের সামনে পড়তে চলেছেন ২১ বছরের তরুণ।
8/10

আসন্ন সিরিজে তুরুপের তাস হতে পারেন অর্শদীপ সিংহ। প্রথমবার সাদা পোশাকে দেশের জার্সিতে খেলতে নামবেন। কাউন্টির অভিজ্ঞতা রয়েছে। সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের অটোমেটিক চয়েস। হেডিংলেতে অভিষেক হতে পারে টেস্টেও।
9/10

পেস অ্যাটাকে অবশ্যই নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ায় পারথ টেস্টে তিনি নেতৃত্বও দিয়েছিলেন। ম্য়াচে ভারত জিতেছিল। যদিও ইংল্যান্ডে তাঁকে সহ অধিনায়কও করা হয়নি।
10/10

দ্বিতীয় পেসার হিসেবে হয়ত দেখা যাবে মহম্মদ সিরাজকে। গুজরাত টাইটান্সের জার্সিতে চলতি আইপিএলে দারুণ পারফর্ম করছেন। টেস্টে গত কয়েক বছর নিজের যোগ্যতা বারবার প্রমাণ করেছেন সিরাজ।
Published at : 24 May 2025 05:17 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















