Sanju Samson Record: ভয়ঙ্কর স্যামসন, লুটোপুটি খেল সূর্য-রায়নাদের কীর্তি, ডারবানের সেঞ্চুরিতে রেকর্ডের ছড়াছড়ি
ডারবানে ফের সঞ্জু স্যামসনের ব্যাটে ঝড়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৫০ বলে ১০৭ রানের বিধ্বংসী ইনিংস খেললেন কেরলের ক্রিকেটার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইনিংস সাজিয়েছেন ৭টি চার ও ১০টি ছক্কায়। স্যামসনের স্ট্রাইক রেট? ২১৪।
ভারতের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসাবে পরপর দুটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সেঞ্চুরি করলেন সঞ্জু স্যামসন।
বিশ্ব ক্রিকেটে তিনি ছাড়া পরপর দুটি টি-২০ ম্যাচে সেঞ্চুরির নজির রয়েছে গুস্তাভ ম্যাকিয়ন, রিলি রুসৌ ও ফিল সল্টের।
শুক্রবার ডারবানে ১০টি ছক্কা মেরে সূর্যকুমার যাদব ও রিলি রুসৌর রেকর্ড ভেঙে দিলেন স্যামসন। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ ম্যাচে স্কাই ও রুসৌ - দুজনই এর আগে ইনিংসে ৮টি করে ছক্কা মেরেছেন। দুটিই ছিল যুগ্মভাবে সর্বোচ্চ।
শুক্রবারের পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ ম্যাচে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডের মালিক হয়ে গেলেন সঞ্জু স্যামসন।
ডারবানে স্পিনারদের বলে ২৩ বলে ৬৪ রান করেছেন সঞ্জু। কোনও টি-২০ ম্যাচে স্পিনারদের বিরুদ্ধে করা রানের নিরিখে ভারতীয়দের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ চলতি বছরেই হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে অভিষেক শর্মার করা ২৮ বলে ৬৫ রান।
টি-২০ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও ভারতীয়র করা দ্রুততম সেঞ্চুরি এটা (৪৭ বলে)। সঞ্জু ভেঙে দিলেন সূর্যকুমার যাদব (৫৫ বলে) ও সুরেশ রায়নার (৫৯ বলে) রেকর্ড।
সব মিলিয়ে এটা টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে ষষ্ঠ দ্রুততম সেঞ্চুরি। সঞ্জুর নিজেরই এর আগে ৪০ বলে সেঞ্চুরি রয়েছে।
হায়দরাবাদে গত অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন স্যামসন। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -