ঐতিহাসিক সিরিজ জয়ের পর দেশে ফিরলেন রাহানে-রোহিতরা, দেখে নিন তাদের বরণের ছবি
শুধু ভারতের ক্রিকেটপ্রেমীরাই নয়, বিশ্বের সকলেই তোমাদের এই জয়কে কুর্নিশ জানাবে, ড্রেসিংরুমে বলেছিলেন কোচ রবি শাস্ত্রী। -সব ছবি- মানব মাঙ্গলানি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতার আগে অবশ্য গাব্বায় ঐতিহাসিক জয় রাজকীয়ভাবে উপভোগ করার বার্তাই দিয়েছিলেন কোচ রবি শাস্ত্রী।
৫ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের প্রস্তুতি শুরু করবে ভারতীয় দল।
আপাতত কয়েকদিনের বিশ্রামের পর ফের ক্রিকেটারদের ঢুকে পড়তে হবে বায়ো সিকিওর বাবলে।
মুম্বইতে নামা সদস্যদের মধ্যে ছিলেন পৃথ্বী শা-ও।
কোভিড সংক্রান্ত একরাশ প্রোটোকলের জেরে অনেক অনুরাগীও চেয়েও টিম ইন্ডিয়াকে অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকতে পারেননি।
অধিনায়ক আজিঙ্কা রাহানের সঙ্গেই ছিলেন কোচ রবি শাস্ত্রীও।
চোটের জন্য সিরিজের মাঝপথে দলে যোগ দিয়েও দারুণভাবে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি একাধিক তরুণ তুর্কিকে আগলেও রেখেছিলেন রোহিত।
সহ-অধিনায়ক রোহিত শর্মাকে ঘিরেও ছিল কড়া নিরাপত্তা।
শেষ তথা চতুর্থ টেস্টে ভারতের অনন্য প্রত্যাবর্তনের শুরু হয়েছিল শার্দুল ঠাকুরের ব্যাটে। বল হাতেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া শার্দুলকেও একইভাবে জানানো হয় সংবর্ধনা।
নাটকীয়ভাবে বর্ডার-গাওস্কর ট্রফি ভারতকে জিতেছে আজিঙ্কা রাহানের নেতৃত্বে। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয় রাহানেকে।
দুই ভাগে ভাগ হয়ে ডনের দেশ থেকে ফিরেছেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার ভোররাতে ক্রিকেটারদের একটি দল নামে দিল্লিতে, অপর দল নামে মুম্বইতে।
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর দেশে ফিরলেন ভারতীয় ক্রিকেটাররা। টি-২০ ও বর্ডার-গাওস্কর টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -