এক্সপ্লোর
Dhoni On Sourav: সৌরভও হয়তো ভাবেননি এমন বিদায়ী উপহার পাবেন! তাক লাগিয়ে দিয়েছিলেন ধোনি
Indian Cricket Team: সেই ঘটনার প্রায় ১৬ বছর পর মুখ খুললেন ধোনি। একটি অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, কী ভাবনা থেকে তিনি নাগপুর টেস্টের শেষ দিকে সৌরভের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন?
সৌরভের শেষ ম্যাচে মন জিতে নেন ধোনি। - গেটি ইমেজেস
1/10

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুর টেস্ট। ২০০৮ সালের নভেম্বর। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য যে টেস্ট ভীষণ স্মৃতিমেদুর এক ম্যাচ।
2/10

সেই ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নাগপুরেই তাঁকে শেষবার দেখা গিয়েছিল জাতীয় দলের জার্সিতে।
3/10

সেই টেস্টে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ম্যাচে ধোনির একটি পদক্ষেপ মন জিতে নিয়েছিল ক্রিকেটপ্রেমীদের।
4/10

কী এমন করেছিলেন ধোনি? জীবনের শেষ টেস্ট ম্যাচে খেলতে নামা সৌরভের হাতে কিছুক্ষণের জন্য তুলে দিয়েছিলেন নেতৃত্বের দায়িত্ব। যে মুহূর্ত সৌরভকেও হয়তো আবেগপ্রবণ করে তুলেছিল।
5/10

সেই ঘটনার প্রায় ১৬ বছর পর মুখ খুললেন ধোনি। একটি অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, কী ভাবনা থেকে তিনি নাগপুর টেস্টের শেষ দিকে সৌরভের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন?
6/10

ধোনি বলেন, 'সৌরভ ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অধিনায়কদের একজন। টেস্ট ম্যাচে সেদিন শেষবারের মতো মাঠে দাঁড়িয়েছিল।'
7/10

ধোনি বলেছেন, 'একজনের পক্ষে বিদায় জানানোর জন্য এর চেয়ে বেশি কিছু থাকতে পারে না। কিছুক্ষণ নেতৃত্ব দিয়ে ক্রিকেটকে বিদায় জানানোর সুযোগ দিয়েছিলাম।'
8/10

ধোনি জানিয়েছেন, সেই সিদ্ধান্তে ম্যাচের ফলাফলে কোনও প্রভাব পড়েনি। তবে মাহির কথায়, সেটা ছিল তাৎক্ষনিক সিদ্ধান্ত।
9/10

ধোনি বলেছেন, 'আমি আগে থেকে এরকম কোনও পরিকল্পনা করে রাখিনি। তাই জানি না সৌরভ ওটা উপভোগ করেছিল কি না।'
10/10

ধোনি বলেছেন, '১৫-২০ মিনিটের জন্য হলেও, আমার মতে সেটাই ছিল আমার পক্ষে সৌরভকে দেওয়া সবচেয়ে ভাল বিদায়ী উপহার।' ধোনির সেই উদ্যোগ ভারতীয় ক্রিকেটে অমর হয়ে রয়েছে। ছবি - গেটি ইমেজেস ও পিটিআই
Published at : 13 Jan 2025 08:57 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















