Kapil Dev Love Story: দক্ষিণী অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল, বিশ্বজয়ী কপিল দেবের জীবনে বিয়ের আগেই কি এসেছিল বসন্ত?
বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব। ১৯৮৩ সালে তাঁর নেতৃত্বে ভারত প্রথমবার বিশ্বজয় করেছিল। কপিল দেবের ব্যক্তিগত জীবন সম্পর্কেও অনেকের কৌতূহল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকপিল দেব তাঁর স্ত্রী রোমি ভাটিয়ার বিবাহিত জীবন দীর্ঘদিনের কিন্তু কপিল দেবের জীবনে বিয়ের আগেই এসেছিল বসন্ত। কে সেই নারী জানেন?
সে সময় অনেক রিপোর্টে বেরিয়েছিল যে দক্ষিণী অভিনেত্রী সারিকার সঙ্গে ডেট করছিলেন কপিল। তাঁদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল বিভিন্ন অনুষ্ঠানে সে সময়। সংবাদ শিরোনামেও উঠে এসেছিল সেই খবর।
এমনও শোনা গিয়েছিল যে পাঞ্জাবে নিজের পরিবারের সঙ্গে সারিকাকে দেখা করাতে চেয়েছিলেন কপিল। কিন্তু পরে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। যদিও পুরোটাই সূত্রের খবর।
সারিকা ও কপিলের সম্পর্কের ভাঙন হিসেবে উঠে এসেছিল অন্য নারীর কপিলের জীবনে আগমন। পরে জানা যায় সেই নারী আর কেউ নন, কপিল দেবের তৎকালীন গার্লফ্রেন্ড ও বর্তমান স্ত্রী রোমি ভাটিয়া।
রোমি একজন ব্যবসায়ী। বিয়ের পর চণ্ডীগড়ে অবস্থিত কপিল দেবের হোটেলের যাবতীয় দায়িত্ব সামলেছেন রোমি ভাটিয়াই।
কপিল দেব ও রোমি ভাটিয়া যখন একদিকে বিবাহবন্ধনে আবদ্ধ হন, অন্য়দিকে সারিকাও বিয়ে করেন সুপারস্টার কমল হাসানকে। দম্পতির এক মেয়ে শ্রুতি হাসানও জনপ্রিয় অভিনেত্রী।
কপিল দেবের জীবনের ওপর রুপোলি পর্দায় '83' ছবিটি বেশ জনপ্রিয় হয়েছে। যার মুখ্য ভূমিকায় আছেন রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন।
রিয়েল লাইফের জুটিকে রিল লাইফে পর্দায় ফুটিয়ে তুলতে আরেক জনপ্রিয় বলি জুটিকেই কাস্ট করা হয়েছিল। দীপিকা ও রণবীরের অভিনয় প্রশংসাও কুড়িয়ে নিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -