IPL: জয়ের শতকরা হারে আইপিএলের ইতিহাসে সেরা পাঁচ অধিনায়কের তালিকায় কারা আছেন?

২০০৮ সালে রাজস্থান রয়্যালস আইপিএলের উদ্বোধনী মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার দলের অধিনায়ক ছিলেন প্রয়াত কিংবদন্তি অজি লেগস্পিনার শেন ওয়ার্ন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
শেন ওয়ার্ন অধিনায়ক হিসেবে মোট ৫৫ ম্য়াচে রাজস্থানকে নেতৃত্ব দিয়ে ৩০ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছেন। জয়ের শতকরা হার ৫৪.৫৪%।

কেকেআরের এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক গৌতম গম্ভীর। তাঁর নেতৃত্বে ২০১২ ও ২০১৪ সালে দুবার আইপিএল জিতেছেন কলকাতা নাইট রাইডার্স।
২০০৯-২০১৮ পর্যন্ত কেকেআর ও তার আগে দিল্লির হয়ে খেলে মোট ১২৯ ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন গম্ভীর। মোট ৭১ ম্য়াচ জিতেছেন। জয়ের শতকরা হার ৫৫.০৩%।
অধিনায়ক হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন রোহিত শর্মা। ২০১৩-২০২৩ পর্যন্ত দলের নেতৃত্বভার সামলেছেন।
মোট ১৫৮টি ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন রোহিত। ৮৭ ম্য়াচে রোহিতের নেতৃত্বে মুম্বই জয় ছিনিয়ে নিয়েছে। জয়ের শতকরা হার ছিল ৫৫.০৬%।
তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। মুম্বইয়ের জার্সিতে ৫১ ম্য়াচে আইপিএলে নেতৃত্ব দিয়েছেন মাস্টার ব্লাস্টার।
সচিনের ক্যাপ্টেন্সিতে মুম্বই ৩০ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল। কিংবদন্তি ক্রিকেটারের অধিনায়ক হিসেবে জয়ের শতকরা হার আইপিএলে ৫৮.৮২%।
তালিকায় সবার আগে থাকবেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে পাঁচটি আইপিএল জিতেছেন তিনিও। পুণের ফ্র্যাঞ্চাইজিরও অধিনায়ক ছিলেন ধোনি।
২০০৮-২০২৩ পর্যন্ত মোট ২২৬ ম্য়াচে নেতৃত্ব দিয়ে ১৩৩ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিলেন ধোনি। মাহির জয়ের শতকরা হার ৫৮.৮২%।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -