Kapil Dev: কপিল দেবের জন্মদিনে ফিরে দেখা তাঁর অনবদ্য কিছু রেকর্ড
১৯৮৩ সালে লর্ডসে ভারতের বিশ্বজয় সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তিদের ক্রিকেটার হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিল। সেই বিশ্বজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন কপিল দেব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসর্বকণিষ্ঠ অধিনায়ক হিসাবে মাত্র ২৪ বছর ১৭০ দিনে বিশ্বকাপ জিতেছিলেন কপিল। সেই রেকর্ড এখনও অক্ষত।
আজ, ৬ জানুয়ারি ৬৫-তে পা দিলেন কিংবদন্তি কপিল দেব।
ভারতের হয়ে ৩৫৬টি ম্যাচ খেলে মোট ৯০৩১ রান করেছেন কপিল দেব। তাঁর দখলে নয়টি শতরান করার কৃতিত্বও রয়েছে।
মতান্তরে ভারত তথা বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল বল হাতে ৬৮৭টি উইকেট নিয়েছেন। ১৩৫টি ক্যাচ নেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর।
কপিল দেবের দখলে একগুচ্ছ রেকর্ড রয়েছে যা তাঁকে সর্বকালের সেরাদের মধ্য়ে একজন প্রমাণ করার জন্য যথেষ্ট।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১৯৮৩ সালে কপিল আমদাবাদে দ্বিতীয় ইনিংসে ৮৩ রানের বিনিময়ে নয় উইকেট নিয়েছিলেন। এক ইনিংসে আজও কোনও অধিনায়কের এটা সেরা বোলিং পারফরম্যান্স।
টেস্টে কপিল ১৩১ ম্যাচ খেলে ৫২৪৮ রান করেছেন। নিয়েছেন ৪৩৪টি উইকেট। তিনিই একমাত্র ক্রিকেটের যে টেস্টে পাঁচ হাজারের অধিক রান এবং চারশোর বেশি উইকেট নিয়েছেন।
জিম্বাবোয়ের বিরুদ্ধে কপিল দেব ১৯৮৩ বিশ্বকাপে তৎকালীন ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ, অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেন। সেই ম্যাচে সৈয়দ কিরমানির সঙ্গে তাঁর ১২৬ রানের পার্টনারশিপ প্রায় তিন দশক ধরে নবম উইকেটের সর্বোচ্চ রানের পার্টনারশিপ ছিল। তবে ২০১০ সালে লসিথ মালিঙ্গা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজ় সেই রেকর্ড ভেঙে দেন।
ঘটনাক্রমে তাঁর ১৭৫ রানের ইনিংস পাঁচ বা তাঁর নীচে ব্যাট করতে নেমে কোনও ব্যাটারের করা সর্বোচ্চ ওয়ান ডে স্কোর ছিল। তবে ২০২৩ বিশ্বকাপেই গ্লেন ম্যাক্সওয়েল আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকিয়ে সেই রেকর্ড ভেঙে দেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -