MS Dhoni: রাঁচির বাগানবাড়িতে কুকুরদের জন্য ধোনির ব্যবস্থা জানলে অবাক হতেই হবে
পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে নিজস্ব ডগ স্কোয়াড আছে। এই মাঠে ভারতের খেলা পড়লেই মহেন্দ্র সিংহ ধোনি প্র্যাক্টিসের ফাঁকে সটান হাজির হয়ে যেতেন ডগ কেনেলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেখানে ট্রেনারদের থেকে কুকুরদের খাওয়া দাওয়া, পরিচর্যার ব্যাপারে খুঁটিনাটি জানতে চাইতেন ধোনি।
ধোনির সারমেয় প্রেম এতদিনে সকলের কাছেই বেশ পরিচিত। বিদেশেও খেলতোে গিয়ে কুকুর দেখলে খেতে দেওয়া, আদর করা ধোনির পরিচিত ছবি।
রাঁচির হরমু রোডের প্রাসাদোপম বাড়ি ছেড়ে বছর কয়েক ধরে রিং রোডের ধারে ফার্ম হাউসে উঠে এসেছেন ধোনি।
বাগানবাড়িতে একাধিক পশু ধোনির পোষ্য হিসাবে রয়েছে। সেখানে যেমন রয়েছে ঘোড়া, পাখি, সেরকমই রয়েছে দিশি, বিদেশি নানা জাতের কুকুর।
সময় পেলে কুকুরদের নিজে ট্রেন করেন ধোনি। কুকুরদের সঙ্গেই কেটে যায় অবসর সময়ের একটা বড় অংশ।
ধোনির মেয়ে জীভা সিংহ ধোনির ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পোস্ট করা হল একটি ভিডিও। সেখানে ধোনিকে দেখা যাচ্ছে সারমেয়দের সঙ্গে খেলা করছেন, আদর করছেন।
ধোনির ফার্ম হাউসে বেলজিয়ান ম্যালিনোয়িস, হোয়াইট হাস্কি, ডাত শেফার্ডের মতো বিদেশি কুকুর রয়েছে। এদের মধ্যে ডাচ শেফার্ডের দাম প্রায় দেড় লক্ষ টাকা!
ধোনির ফার্ম হাউসে কুকুরদের জন্য আলাদা কেনেল রয়েছে। সেই সঙ্গে কুকুরদের জন্য পেশাদার ট্রেনারও নিয়োগ করেছেন ধোনি।
নিয়মিত সকল পোষ্যের স্বাস্থ্যপরীক্ষা করান ধোনি। নিজেও যখনই সময় পান, পরিচর্যা শুরু করে দেন। ছবি - জীভা সিংহ ধোনির ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -