Payal Ghosh: বিবিসি টেলিফিল্মে অভিনয়, শামিকে বিয়ের প্রস্তাব, ইরফান পাঠানের 'প্রাক্তন প্রেমিকা' পায়েলকে চেনেন?
কখনও তিনি মহম্মদ শামিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, কখনও দাবি করেছেন অক্ষয় কুমার তাঁকে পছন্দ করেন। বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ ফের নিজের এক মন্তব্যে খবরের শিরোনামে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাত্র ১৭ বছর বয়সে বিবিসির টেলিফিল্ম শার্পস পেরিলে অভিনয়ের সুযোগ পান পায়েল। অভিনয় করেছেন কানাডিয়ান এক সিনেমাতেও। রুপোলি পর্দার পাশাপাশি কাজ করেছেন ছোট পর্দাতেও।
সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেন যে ইরফান পাঠানের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সেই সময়েই ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরও তাঁকে মিসড কল দিতেন। পরে অবশ্য নিজের সোশ্যাল মিডিয়া থেকে সেই পোস্ট মুছে দেন তিনি।
পায়েলের দাবি অনুযায়ী ইরফান পাঠানের সঙ্গে ২০১১ সালে তাঁর সম্পর্ক শুরু হয় এবং ইরফানই একমাত্র পুরুষ যাকে তিনি ভালবেসেছেন। ইরফানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার ফলে দীর্ঘদিন তাঁর কাজেরও ক্ষতি হয় বলে দাবি করেন পায়েল।
৩১ বছর বয়সি পায়েল এমন শোরগোল ফেলে দেওয়া মন্তব্য কিন্তু এর আগেও বারংবার করেছেন।
দিনকয়েক আগেই বিশ্বকাপ চলাকালীন তিনি মহম্মদ শামিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় পায়েল লেখেন শামি নিজর ইংরেজিটা শুধরে নিলেই তিনি ভারতের তারকা ফাস্ট বোলারকে বিয়ে করতে রাজি।
২০১৩ সালে তিনি বলিউড পরিচালক, অভিনেতা অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। অনুরাগ অবশ্য় গোটা বিষয়টিকে অস্বীকার করে জানান, যেই সময়ের কথা বলা হচ্ছে সেই সময় তিনি দেশেই ছিলেন না।
এই মামলায় রিচা চাড্ডাকে টেনে আনায় তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়। পায়েলকে ১.১ কোটি টাকার ক্ষতিপূরণও দিতে হয়। তিনি রিচার কাছে নিঃশর্ত ক্ষমাও চান। গোটা বিষয়টি বোম্বে হাইকোর্টে রেকর্ড করে।
পায়েল কিন্তু সিনেমা জগতের পরিচিত মুখ। তামান্না ভাটিয়া, জুনিয়র এনটিআরদের সঙ্গে দক্ষিণী ছবিতে অভিনয়ের পাশাপাশি বীর দাসের সঙ্গে বলিউড ছবিতেও অভিনয়ক করেছেন তিনি। রুপোলি পর্দার পাশাপাশি কাজ করেছেন ছোট পর্দাতেও।
কলকাতায় জন্মানো পায়েলের স্কটিশ চার্চ কলেজের প্রাক্তনী। তিনি ২০২০ সালে প্রবল আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন বলেও দাবি করেন। সেই বছরেই অক্টোবরে রামদাস আথাওয়ালের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দেন পায়েল। দলের মহিলা বিভাগের সহসভাপতিও নির্বাচিত হন। ক্রিকেট, সিনেমা, রাজনীতি, সব মিলিয়ে পায়েলের জীবন যে ঘটনাবহুল, তা বলাই বাহুল্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -