Ramandeep Singh: ভারতীয় দলের জার্সিতে দক্ষিণ আফ্রিকা ম্যাচে অভিষেক ঘটানো এই ক্রিকেটার বিজ্ঞানের স্নাতক!
বুধবার সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ভারতের জার্সিতে অভিষেক ঘটালেন রামনদীপ সিংহ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলে প্রথম পরিচিতি পান রামনদীপ। তাঁকে রিটেন করেছে কেকেআর।
ক্রিকেট মাঠে নজর কেড়ে নেওয়া রামনদীপ পাঞ্জাবের বাসিন্দা।
আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দলের ভরসা হয়ে উঠতে পারেন রামনদীপ।
১৯৯৭ সালের ১৩ এপ্রিল পাঞ্জাবের চণ্ডীগড়ে জন্মগ্রহণ করেন রামনদীপ। হরদেব সিংহের ঘর আলো করে।
পাঞ্জাবের স্কুল থেকেই পড়াশোনা করেন রামনদীপ।
পরে বিজ্ঞান নিয়ে স্নাতক হন দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাস থেকে।
২০১৭ সালে আইসিসি রাইজ়িং স্টার পুরস্কার পান রামনদীপ।
ঘরোয়া ক্রিকেটে খেলেন পাঞ্জাবের হয়ে। ২০১৭ সালে টি-২০-তে অভিষেক হয়। ২০১৯ সালে লিস্ট এ ও পরের বছর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়।
রামনদীপ ডানহাতি ব্যাটার। অনিয়মিত বোলার। দুরন্ত ফিল্ডার। - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -