Rohit Sharma Lamborghini: দাম প্রায় ৫ কোটি টাকা! মুম্বইয়ের রাস্তায় ঝড় তুলল রোহিত শর্মার গাড়ি
তিনি ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা তারকা। সদ্য তাঁর নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই রোহিত শর্মা মুম্বইয়ের রাস্তায় ঝড় তুললেন তাঁর অত্যাধুনিক গাড়ি নিয়ে। ল্যামবার্গিনি উরু। বিখ্যাত ইতালীয় সংস্থার গাড়ি।
রোহিতের গাড়ির বিশেষত্ব হল এর নম্বর প্লেট। হিটম্যানের নীল রংয়ের গাড়ির নম্বর হল MH 01 EB 0264।
কেন স্পেশ্যাল এই নম্বর? কারণ, ওয়ান ডে ক্রিকেটে ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রান করেছিলেন রোহিত। সেটাই ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের বিশ্বরেকর্ড।
গাড়ির নম্বরে সেই ইনিংসের সুখস্মৃতি ধরে রাখতে চেয়েছেন রোহিত। যিনি টি-২০ দলের নেতৃত্ব ছাড়লেও জাতীয় টেস্ট ও ওয়ান ডে দলের অধিনায়ক রয়ে গিয়েছেন।
ল্যামবার্গিনি উরু হল বিশ্বের প্রথম সুপার স্পোর্ট ইউটিলিটি ভেহিকল। দাম, ভারতে এই গাড়ির দাম কমবেশি ৪ কোটি ৫৭ লক্ষ টাকা। কর মিলিয়ে যা প্রায় পাঁচ কোটি টাকা।
ল্যামবার্গিনি ৪.০ লিটার ট্যুইন টার্বো ভি এইট ইঞ্জিন এই গাড়ির সম্পদ। ৩ হাজার ৯৯৯ সিসি ইঞ্জিন।
৬৫৭.১ বিএইচপি পাওয়ার সমৃদ্ধ এই গাড়ি পেট্রোল চালিত। ৮টি এয়ারব্যাগ রয়েছে এই গাড়িতে।
ল্যামবার্গিনি উরু গাড়ির আর একটি বিশেষত্ব হল, এই গাড়ির ইঞ্জিন সামনের দিকে। সর্বোচ্চ গতিবেগ? ঘণ্টায় ৩০৫ কিলোমিটার।
মাত্র ৩.৬ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছনো যায়। ১০০ থেকে ২০০ কিলোমিটার গতিতে পৌঁছনো যায় মাত্র ১২.৮ সেকেন্ডে। রোহিতর গাড়ি মুম্বিয়ের রাস্তায় ঝড় তুলেছে। ছবি - পিটিআই ও ল্যামবার্গিনির ফেসবুক পেজ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -