Rohit And Bumrah: বুমরার উইকেট সংখ্যার সমান রানও করতে পারেননি, সোশ্যাল মিডিয়ায় ধিক্কারের শিকার রোহিত
বর্ডার গাওস্কর ট্রফিতে বল হাতে আগুন জ্বালছেন যশপ্রীত বুমরা। তাঁকে সামলাতে গিয়ে থরহরিকম্প লেগে যাচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর বুমরা যদি আলোর শিখা হন, রোহিত শর্মা প্রদীপের নীচের অন্ধকার। দুঃস্বপ্নের ফর্ম চলছে ভারত অধিনায়কের।
আর সেই আবহেই বুমরার পরিসংখ্যান তুলে ট্রোল করা হচ্ছে রোহিতকে। ভাইরাল হয়েছে এরকম একাধিক মিম।
চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে ব্যাট হাতে মাত্র ২২ রান করেছেন রোহিত। তিন টেস্টের চার ইনিংসে।
চলতি সিরিজে রোহিতের সর্বোচ্চ রান? ব্রিসবেনে করা ১০! মেলবোর্নে প্রথম ইনিংসে মাত্র ৩ রান করে প্যাট কামিন্সের বলে ফিরলেন তিনি।
মেলবোর্নে প্রিয় ওপেনিংয়ের জায়গা ফিরে পেয়েছিলেন রোহিত। কিন্তু তাতেও তাঁর ব্যাটে রান ফেরেনি।
অন্যদিকে, বুমরা চলতি বর্ডার-গাওস্কর সিরিজে বল হাতে ২৫ উইকেট নিয়ে ফেলেছেন। মেলবোর্নেও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ভারতের সেরা বোলার বুমরা। নিয়েছেন ৪ উইকেট।
মেলবোর্নে যে বলে দুরন্ত ছন্দে থাকা ট্র্যাভিস হেডের অফস্টাম্প ভেঙে দিয়েছিলেন বুমরা, সেটিকে ম্যাচের সেরা বল বলা হচ্ছে। বুমরাকে সমীহ করছে গোটা অস্ট্রেলিয়া।
আর সেখানেই আরও ধিক্কারের মুখে পড়তে হচ্ছে রোহিতকে। বলা হচ্ছে, বুমরার উইকেট সংখ্যা রানেও পেরতে পারেননি, এতই খারাপ ব্যাটিং করছেন রোহিত। আর সেটার জন্য যে ভারত ব্যাকফুটে, তাও বলছেন সকলে।
টেস্টে গত ১৪ ইনিংসে একটিমাত্র হাফসেঞ্চুরি রোহিতের। ৫২ রান করেছিলেন বেঙ্গালুরুতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে। তারপর থেকেই আর রানের দেখা নেই রোহিতের ব্যাটে। - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -