এক্সপ্লোর
Rohit Sharma: এক সময় ঢুকতে দেওয়া হয়নি, এখন সেই মাঠেই রোহিত শর্মার নামে গ্যালারি!
Indian Cricket Team: সদ্য টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত। ইংল্যান্ড সফরে তাঁকে দেখা যাবে না।
রোহিতকে অনন্য সম্মান। - গেটি ইমেজেস
1/10

একটা সময় যে মাঠে ঢুকতে গিয়ে বাধা পেয়েছিলেন রোহিত শর্মা, সেই মাঠেই এখন তাঁর নামে হয়েছে গ্যালারির একটা অংশ!
2/10

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম নিয়ে নিজের পুরনো এক অভিজ্ঞতার কাহিনি শেয়ার করেছেন রোহিত শর্মা।
3/10

একটি সাক্ষাৎকারে রোহিতকে জিজ্ঞেস করা হয়েছিল, ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটা স্ট্যান্ড তাঁর নামে হয়েছে, কী অনুভূতি?
4/10

রোহিত বলেন, 'অবিশ্বাস্য লেগেছে। একটা সময় ছিল যখন মাঠে ঢুকতে গিয়ে বাধা পেয়েছি।' তারপরই রোহিত বলেন, 'এরকম ব্যবস্থা সব মাঠেই আছে। যে কেউ তো আর ঢুকে যেতে পারে না।'
5/10

রোহিত বলেন, 'সেই মাঠেই এখন আমার নামে স্ট্যান্ড। দুর্দান্ত অনুভূতি। আমার সব পরিশ্রমের সাক্ষী বহন করছে এই মাঠ।'
6/10

রোহিত বলেছেন, 'আমি আজ যা, সবই হয়েছি এই মাঠে খেলে। বয়সভিত্তিক ক্রিকেট থেকে শুরু করে মুম্বই রাজ্য দলের হয়ে খেলেছি, পরে জাতীয় দলে।'
7/10

রোহিত জানিয়েছেন, তাঁর বাবা-মা কখনওই খেলা দেখতে মাঠে আসেন না। কারণ, তাঁরা স্নায়ুর চাপে ভোগেন।
8/10

রোহিত বলেছেন, 'আমার নামে গ্যালারির স্ট্যান্ড হওয়ার পর বাবা-মাকে বলেছিলাম, এবার এসে ম্যাচ দেখো। অনেক জোরাজুরির পর মাঠে এসেছিল।'
9/10

সদ্য টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত। ইংল্যান্ড সফরে তাঁকে দেখা যাবে না।
10/10

তবে রোহিত জানিয়েছেন, তিনি ওয়ান ডে খেলা চালিয়ে যাবেন। লক্ষ্য হয়তো ২০২৭ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করা। ছবি - পিটিআই ও গেটি ইমেজেস
Published at : 12 May 2025 08:20 AM (IST)
View More
Advertisement
Advertisement






















