এক্সপ্লোর
(Source: Poll of Polls)
Cricketer Retirement: রোহিত দিয়ে শুরু, গত এক মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই পাঁচ ক্রিকেটার
Cricketers Retirement Update: বিরাট আগেই টি-টোয়েন্টি ফর্ম্য়াট থেকে গত বছর বিশ্বকাপের পর সরিয়ে নিয়েছিলেন। এবার টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন গত ১২ মে।
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা
1/10

আন্তর্জাতিক ওয়ান ডে ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন গ্লেন ম্য়াক্সওয়েল। সোমবার ২ জুন এক বিবৃতির মধ্যে দিয়ে অবসরের কথা জানিয়েছেন তিনি।
2/10

টেস্ট ফর্ম্য়াটে সুযোগ না পেলেও টি-টোয়েন্টিতে তিনি দলের অটোমেটিক চয়েস। ম্য়াক্সওয়েল ২ বারের ওয়ান ডে বিশ্বকাপ জয়ী। গত ওয়ান ডে বিশ্বকাপে তাঁর আফগানিস্তানের বিরুদ্ধে করা অপরাজিত ২০১ এই ফর্ম্য়াটের সেরা ইনিংসগুলোর একটি।
3/10

সবাইকে অবাক করে দিয়ে ম্য়াক্সওয়েলের অবসর ঘোষণার কিছুক্ষণের মধ্য়েই ক্লাসেন অবসর নিয়ে নেন আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্য়াট থেকেই।
4/10

ক্লাসেন মাত্র ৩৩ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। আইপিএলে সানরাইজার্সের জার্সিতে গত মরশুমেও ছন্দেই ছিলেন। যদিও দল প্লে অফে উঠতে পারেনি। তবে ক্লাসের ফর্মে থাকা পরিস্থিতিতে হঠাৎ কেন অবসর নিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে।
5/10

শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অ্য়াঞ্জেলো ম্য়াথিউজ এই দলে রয়েছেন। তিনি কিছুদিন আগেই ২৩ মে টেস্ট ফর্ম্য়াট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছিলেন ম্য়াথিউজ।
6/10

টি-টোয়েন্টিতে নিজের জায়গা এখন ম্য়াথিউজের নড়বড়ে। তবে তিনি ওয়ান ডে ফর্ম্য়াটে এখনও খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
7/10

বিরাট কোহলি। ভারত তথা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলোচনা ফেলে দেওয়া গত এক মাসের মধ্যে এই প্লেয়ারের অবসরের সিদ্ধান্ত। ইংল্যান্ড সফরের স্কোয়াড ঘোষণার আগেই নিজেকে লাল বলের ফর্ম্য়াট থেকে সরিয়ে নিয়েছেন।
8/10

বিরাট আগেই টি-টোয়েন্টি ফর্ম্য়াট থেকে গত বছর বিশ্বকাপের পর সরিয়ে নিয়েছিলেন। এবার টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন গত ১২ মে।
9/10

এই তালিকায় রোহিত শর্মা রয়েছেন। টি-টোয়েন্টি থেকে সরেছিলেন গত বছর ফাইনালের পর।
10/10

গত ৭ মে টেস্ট ফর্ম্য়াট থেকেও সরে যান আচমকাই। নিজের সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতির মাধ্য়মে অবসরের কথা ঘোষণা করেন হিটম্য়ান।
Published at : 02 Jun 2025 05:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























