এক্সপ্লোর
Rohit-Kohli Retirement: অপমান হজম করতে না পেরে আচমকা অবসর ঘোষণা করবেন রোহিত-কোহলি? তুঙ্গে জল্পনা
Indian Cricket Team: ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে দেখা যাবে না রো-কো জুটিকে?
রোহিত-বিরাটের অবসর নিয়ে জল্পনা। - পিটিআই
1/10

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে রয়েছেন। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপকেই নাকি পাখির চোখ করছিলেন।
2/10

কিন্তু তারপরেও আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর ঘোষণা করে দিতে পারেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। রো-কো জুটিকে কি শেষবার অস্ট্রেলিয়ার মাটিতেই দেখা যাবে?
3/10

কোহলিকে সরিয়েই রোহিতকে ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছিল। তবে তাতে ব্যাটার কোহলির সংকল্প বা সাফল্যের খিদে কোনওটাই কমেনি।
4/10

রান তাড়া করার সময় নিজের সেরাটা বার করে আনেন বলে গোটা ক্রিকেটবিশ্ব তাঁকে চেজ়মাস্টার নামে কুর্নিশ করে। ওয়ান ডে ক্রিকেটে ৫১ সেঞ্চুরি, ঈর্ষণীয় রেকর্ড কোহলির।
5/10

অন্যদিকে, রোহিতের বিধ্বংসী ব্যাট ভারতকে সীমিত ওভারের ক্রিকেটে প্রচুর ম্যাচ জিতিয়েছে। ভক্তরা তাঁকে ভালবেসে হিটম্যান নাম দিয়েছেন।
6/10

মাস ছয়েক আগেই রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। দীর্ঘ ১২ বছর পর কোনও আইসিসি ট্রফি জিতেছিল ভারত।
7/10

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারের নাম কোহলি। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেছিলেন।
8/10

তবে আইসিসি ট্রফি জেতানোর পরের ওয়ান ডে টুর্নামেন্টেই রোহিতের থেকে নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে। অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে।
9/10

ভারতীয় ক্রিকেট মহলে জোর জল্পনা, অপমানিত রোহিত আচমকাই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিতে পারেন কি না। রোহিতের ঘনিষ্ঠ মহলও বিষয়টা উড়িয়ে দিচ্ছে না।
10/10

আর রোহিত অবসর নিলে একই রাস্তায় হাঁটতে পারেন কোহলিও। কোচ গৌতম গম্ভীরের আমলে কিংবদন্তি ক্রিকেটারদের প্রাপ্য সম্মান দেওয়া হচ্ছে না বলে ক্ষোক্ষ রয়েছে বিভিন্ন মহলে। সেই ক্ষোভ থেকেই কি অবসর নেবেন রোহিত ও কোহলি? ছবি - পিটিআই
Published at : 13 Oct 2025 01:14 PM (IST)
View More
Advertisement
Advertisement























