Viral News: বি টাউনের লাস্যময়ী সুন্দরী, ২২ গজের তারকাদের হৃদয়ে ঝড় তুলেছিলেন যাঁরা
ব্রিটিশ মডেল অভিনেত্রী সোফি হায়াতের সঙ্গে সম্পর্কের কানাঘুষো শোনা গিয়েছিল ভারত অধিনায়ক রোহিত শর্মার। হিটম্য়ানের কেরিয়ারের শুরুর দিকে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল বিভিন্ন জায়গায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৪ সালের দিকে দক্ষিণী অভিনেত্রী শ্রুতি হাসানের সঙ্গে সম্পর্কের কানাঘুষো শোনা যাচ্ছিল সুরেশ রায়নার। সিএসকের বিভিন্ন ম্য়াচে শ্রুতিকে ভিআইপি বক্সে দেখা যেত। যদিও দুজনের কেউই এই নিয়ে কোনওদিন কোনও মন্তব্য করেননি।
বলি অভিনেত্রী রিয়া সেনের সঙ্গে নাম জড়িয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এস শ্রীসন্থের। একটি জুয়েলারি ব্র্যান্ডের শ্যুটে দেখা হয়েছিল দুজনের।
সৌরভ-নাগমা একটা সময় খবরের শিরোনামে ছিলেন। কানাঘুষো শোনা যাচ্ছিল দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে। এমনকী সেই সময় সৌরভ বিবাহিত ছিলেন। যদিও তাঁরা দুজনেই পরে এই বিষয়ে অস্বীকার করেছিলেন।
মহব্বতে খ্যাত কিম শর্মার সঙ্গে সম্পর্কের আঁচ পাওয়া গিয়েছিল যুবরাজ সিংহের। বিশ্বজয়ী ভারতীয় অলরাউন্ডারের সঙ্গে নাকি ২০০৭ সালে ব্রেক আপ হয়ে যায় কিম-যুবির। পরে দুজনেই এই মুহূর্তে বিবাহিত।
ব্রাজিলিয়ান মডেল ইজাবেলে লেইটের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছিলেন বিরাট কোহলি। একটা সময় তা টক অফ দ্য টাউন ছিল। যদিও পরে সময়ের সঙ্গে সঙ্গে এই খবরও হারিয়ে যায়।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খানের নাম জড়িয়েছিল একটা সময় ইশা সর্বানীর সঙ্গে। দুজকে হোটেল ও বিভিন্ন ইভেন্টে একসঙ্গে দেখা গিয়েছিল। যদিও ২০১২ সালে ইশা নিজেই জানিয়ে দেন জাহিরের সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই।
তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর সঙ্গে নাম জড়িয়েছিল বলি অভিনেত্রী এশা গুপ্তার। যদিও কফি উইথ করণ শোয়ে হার্দিকের বিতর্কিত মন্তব্যের পর এশার সঙ্গে সম্পর্কও তলানিতে পৌঁছয় হার্দিকের।
বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে নাম জড়িয়েছিল বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনের।
image 10
- - - - - - - - - Advertisement - - - - - - - - -