Most Run: সূর্যকুমারকে টেক্কা দিয়ে চলতি বছরে সর্বাধিক রান কােন ভারতীয়র ঝুলিতে? তালিকায় আর কে কে?
আন্তর্জাতিক ক্রিকেটে চলতি বছরে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রানের মালিক শ্রেয়স আইয়ার। টেক্কা দিলেন সূর্যকুমার যাদবকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমোট ৩৮টি ইনিংসে খেলেছেন মুম্বইয়ের এই ডানহাতি ব্যাটার। তিনি ১৪৯২ রান করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ৮৬ রানের ইনিংস খেলেছেন তিনি।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। টি-টােয়েন্টি ফর্ম্যাটে এই মুহূর্তে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন সূর্যকুমার।
এখনও পর্যন্ত ৪৩টি ইনিংস খেলে ১৪২৪ রান করেছেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্যাটেই শুধু খেলেন সূর্যকুমার।
বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে শতরান হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। তিনিও তালিকায় রয়েছেন।
চলতি বছরে এখনও পর্যন্ত ৩৯টি ইনিংস খেলেছেন বিরাট কোহলি। তিনিও ১৩০৪ রান করেছেন।
তালিকায় রয়েছেন ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থও। সাম্প্রতিক সময়ে যদিও একদমই নিজের ফর্মে নেই তিনি।
এখনও পর্যন্ত চলতি বছরে সব ফর্ম্যাট মিলিয়ে মোট ৪১টি ইনিংস খেলেছেন পন্থ। ঝুলিতে পুরেছেন ১২৭৮ রান।
ভারত অধিনায়ক রোহিত শর্মা পঞ্চম স্থানে রয়েছেন। তিনি মোট ৪০টি ইনিংস খেলেছেন।
রোহিত চোটের জন্য বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে খেলছেন না। তিনি চলতি বছর ৯৯৫ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ৭৬।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -