এক্সপ্লোর
Shubman Gill Record: এক ইনিংসে তিন কিংবদন্তিকে পেরলেন শুভমন, এজবাস্টনে লেখা হল ইতিহাস
India vs England: বার্মিংহাম টেস্টে শুভমন গিলের ব্যাটে রেকর্ডের প্লাবন। ২৬৯ রান করে নতুন নজির তৈরি করলেন শুভমন।
গিলের ব্যাটে রেকর্ডের ছড়াছড়ি। - আইএএনএস
1/10

বার্মিংহাম টেস্টে শুভমন গিলের ব্যাটে রেকর্ডের প্লাবন। ২৬৯ রান করে নতুন নজির তৈরি করলেন শুভমন।
2/10

ভারতের আর কোনও ক্রিকেটার ইংল্যান্ডের মাটিতে টেস্টে এত বেশি রান করেননি। শুভমন নতুন কীর্তি গড়লেন ব্যাট হাতে।
3/10

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম হিসাবে উপমহাদেশের বাইরে আড়াইশো রানের গণ্ডি পেরলেন গিল। ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড।
4/10

২৪১ রানে অপরাজিত ছিলেন কিংবদন্তি। সচিনের সেই ইনিংস বিশ্ব ক্রিকেটে রূপকথা হয়ে রয়েছে। এতদিন সচিনের সেই ইনিংসই ছিল টেস্টে উপমহাদেশের বাইরে কোনও ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ রান। বৃহস্পতিবার সেই নজির ভেঙে দিলেন শুভমন।
5/10

শুভমনের ৮ ঘণ্টা ২৯ মিনিটের ইনিংসে রয়েছে ৩০টি চার ও তিন ছক্কা।
6/10

সুনীল গাওস্করের রেকর্ড ভাঙলেন শুভমন। ১৯৭৯ সালে ওভালে ২২১ রান করেছিলেন সানি। সেটাই এতদিন ছিল ইংল্যান্ডে কোনও ভারতীয়র সর্বোচ্চ রানের ইনিংস।
7/10

রাহুল দ্রাবিড়কেও পেরলেন গিল। ২০০২ সালে ওভালে ২১৯ রান ছিল দ্য ওয়ালের।
8/10

২০০২ সালে লিডসে ১৯৩ রান ছিল মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের। সেটাও ছাপিয়ে গেলেন শুভমন। সচিন নেমে গেলেন তালিকার চারে।
9/10

১৯৯০ সালে ওভালে ১৮৭ রান করেছিলেন রবি শাস্ত্রী। ইংল্যান্ডে কোনও ভারতীয় ক্রিকেটারের খেলা পঞ্চম সর্বোচ্চ রান সেটা।
10/10

১৯৫২ সালে লর্ডসে ১৮৪ রান করেছিলেন বিনু মাঁকড়। ইংল্যান্ডে কোনও ভারতীয় ক্রিকেটারের করা ষষ্ঠ সর্বোচ্চ রানের নজির সেটা। ছবি - IANS, BCCI X
Published at : 03 Jul 2025 10:52 PM (IST)
View More
Advertisement
Advertisement






















