Kohli Records: বাবর আজ়মকে স্পর্শ করলেন কোহলি, ১০ ইনিংস পর আন্তর্জাতিক টি-২০-তে হাফসেঞ্চুরি
ফাইনালের আগে ৭ ম্যাচে তাঁর রান ছিল ৭৫। সেই বিরাট কোহলি ফর্মে ফেরার জন্য বেছে নিলেন টি-২০ বিশ্বকাপের ফাইনালকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইনিংস ওপেন করতে নেমে ৫৯ বলে করলেন ৭৬ রান। ৬টি চার ও জোড়া ছক্কা মেরেছেন কিংগ কোহলি।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০ ম্যাচ পর হাফসেঞ্চুরি করলেন কোহলি। সেই সঙ্গে তিনি ধরে ফেললেন বাবর আজ়মকে।
আন্তর্জাতিক ক্রিকেটে এটা কোহলির ৩৯তম হাফসেঞ্চুরি। পাকিস্তানের তারকা বাবর আজ়মেরও টি-২০ ক্রিকেটে ৩৯টি হাফসেঞ্চুরি রয়েছে।
৩৭টি হাফসেঞ্চুরি করে এই তালিকায় তিনে রয়েছেন রোহিত শর্মা।
টি-২০ বিশ্বকাপের নক আউট পর্বে প্রতিপক্ষ দলের নাম দক্ষিণ আফ্রিকা হলেই যেন ব্যাট হাতে উজ্জ্বল হয়ে ওঠেন কোহলি। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ৪৪ বলে ৭২ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধেই। এদিনও সেই প্রোটিয়াদের বিরুদ্ধেই ফাইনালে হাফসেঞ্চুরি।
টি-২০ বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের তালিকায় বার্বাডোজ়ে কোহলির শনিবারের ইনিংস রয়েছে ষষ্ঠ স্থানে।
৪৮ বলে এদিন হাফসেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। টি-২০ বিশ্বকাপে এটা ভারতের দ্বিতীয় মন্থরতম হাফসেঞ্চুরির নজির।
তবে প্রশ্ন রয়ে গেল কোহলির স্ট্রাইক রেট নিয়ে। যা নিয়ে আগেও বারবার প্রশ্ন উঠেছে।
এদিন ১২৮.৮১ স্ট্রাইক রেট রেখে রান করলেন। অনেকের মতে যা এখনকার টি-২০ ক্রিকেটে অচল। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -