Hardik Pandya: টি-২০ বিশ্বকাপের আগে স্বস্তি টিম ইন্ডিয়ার, টানা ১ ঘণ্টা বোলিং হার্দিকের
টি-২০ বিশ্বকাপের আগে সকলের নজর ছিল তাঁর দিকে। তিনি, হার্দিক পাণ্ড্য কি বিশ্বকাপে অলরাউন্ডারের ভূমিকা পালন করবেন?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএলে খুব বেশি বল করতে দেখা যায়নি বঢোদরার অলরাউন্ডারকে। তাঁর ফিটনেস নিয়েও উঠেছিল প্রশ্ন।
টি-২০ বিশ্বকাপের আগে অবশ্য হার্দিককে নিয়ে স্বস্তি পেতে পারেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে টি-২০ বিশ্বকাপের ঠিক আগে যে ছবি দেখা গেল নিউ ইয়র্কে, তার পর।
ভারতের নেট সেশনে বোলিং করলেন হার্দিক। ছোটখাট স্পেল নয়, নেটে টানা এক ঘণ্টা বোলিং করলেন হার্দিক।
তাঁর বোলিং দেখে মনে হয়নি যে, কোনওরকম অস্বস্তি রয়েছে। ফিটই দেখিয়েছে হার্দিককে।
টি-২০ বিশ্বকাপে বোলার হার্দিককে পুরোদস্তুর ব্যবহার করতে চাইবে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট। হার্দিককে বল করতে দেখে স্বস্তি পাবেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা।
তবে শুধু বোলিং করেই ক্ষান্ত হননি হার্দিক। নেটে দীর্ঘক্ষণ ব্যাটিংও করেন।
নেটে ব্যাট হাতেও বেশ বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছে হার্দিককে। বল উড়িয়েছেন আগ্রাসী মেজাজে।
ভারতের নেট সেশনে ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের সঙ্গে লম্বা আলোচনা করতেও দেখা গিয়েছে হার্দিককে। পরিবেশ-পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে চাইবেন হার্দিক নিজেও।
তবে অধিনায়ক রোহিতের সঙ্গে বড় একটা দেখা যায়নি হার্দিককে। দুজনের দূরত্ব কি আদৌ মিটেছে? ছবি - পিটিআই ও বিসিসিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -