T20 World Cup Hat Tricks: টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক, এলিট লিস্টে কামিন্স ছাড়া আর কারা রয়েছেন?
টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে এবারের টুর্নামেন্টে বোলারদের দাপট দেখা গিয়েছে শুরুর দিকে ম্য়াচগুলোতে। রীতিমত লো স্কোরিং ম্য়াচ হয়েছে অনেকগুলো। এই টুর্নামেন্টের ইতিহাসে হ্যাটট্রিক করেছেন কোন কােন বোলার?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআয়ারল্যান্ডের কার্টিস ক্য়াম্ফার এই টুর্নামেন্টের ইতিহাসে হ্যাটট্রিক করেছিলেন। ২০২১ মরশুমে নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন তিনি।
কাগিসো রাবাডা আছেন তালিকায়। প্রোটিয়া তারকা পেসার ২০২১ টুর্নামেন্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নজির গড়েঠছিলেন। ফিরিয়েছিলেন মর্গ্য়ান, ওকস ও জর্ডনকে।
আযারল্যান্ডের জসুয়া লিটল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচে কেন উইলিয়ামসন, জিমি নিশাম ও স্যান্টনারকে আউট করেছিলেন।
প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। ২০০৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে শাকিব, মাশরাফি ও অলোক কাপালিকে ফিরিয়েছিলেন লি।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্য়াট কামিন্স এই নজির গড়েন। বাংলাদেশ ও আফগানিস্তান দুটো ম্য়াচেই হ্যাটট্রিক করেন ডানহাতি অজি পেসার।
শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২১ সালের টুর্নামেন্টে হ্যাটট্রি করেছিলেন এই লেগি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -