T20 World Cup: স্ত্রী-কন্যাকে নিয়ে ভারত-পাক মহারণ দেখতে হাজির মহারাজ, দেখা হয়ে গেল সচিনের সঙ্গেও
আইপিএলের পরই তিনি ছুটির মেজাজে। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ম্যাচ দেখতে গিয়েছেন মার্কিন মুলুকে। সঙ্গে স্ত্রী ডোনা, কন্যা সানা ও সহকর্মীদের কয়েকজন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট তিনি। তবে দিল্লি ক্যাপিটালস এবার সাড়া জাগিয়েও শেষ পর্যন্ত প্লে অফের দৌড় থেকে ছিটকে যায়।
আইপিএল শেষ হওয়ার পরই সৌরভ সপরিবার গিয়েছেন আমেরিকায়। এবারের টি-২০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়।
ভারত ম্যাচ নিউ ইয়র্কে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করেছে। রবিবার, ৯ জুন নিউ ইয়র্কেই রোহিত শর্মাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
সেই ম্যাচ দেখার জন্য নিউ ইয়র্কেই আছেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক। তার ফাঁকেই পরিবার ও সহকর্মীদের নিয়ে নিউ ইয়র্কের রাস্তায় ঘুরে বেড়ালেন মহারাজ। ছুটির মেজাজে।
কয়েকদিন আগেই সৌরভের একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। ভারতীয় দলের কোচ সংক্রান্ত একটি পোস্ট করেছিলেন তিনি।
টি-২০ বিশ্বকাপের পরই কোচ হিসাবে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের। তিনি আর কোচ হিসাবে নতুন করে আবেদন করেননি।
ভারতীয় দলের কোচ কে হবেন, তা নিয়ে জোর জল্পনা। তারই মাঝে সৌরভ জানিয়েছেন, কোচ বাছতে হবে বিচক্ষণতার সঙ্গে।
নিউ ইয়র্কে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে একটি ক্রিকেট আড্ডাতেও যোগ দেন সৌরভ। সেখানে পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিসের সঙ্গে ম্য়াচ নিয়ে বিশ্লেষণ করেন সৌরভ।
নিউ ইয়র্কে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচও দেখলেন সৌরভ। ছিলেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ সচিন তেন্ডুলকরও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -