Vinod Kambli: কেমন আছেন বিনোদ কাম্বলি? দেখা করে এসে জানালেন দুই বাল্যবন্ধু
তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছিল। দেখা গিয়েছিল, প্রবল অসুস্থ বিনোদ কাম্বলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউদ্বিগ্ন হয়ে পড়েছিল ভারতের গোটা ক্রিকেট মহল। দুশ্চিন্তায় ছিলেন সচিন তেন্ডুলকর। যিনি একসময় কাম্বলির বেস্ট ফ্রেন্ড ছিলেন। গুরু রমাকান্ত আচরেকরের কাছে হাতেখড়ি দুজনেরই।
কেমন আছেন বিনোদ কাম্বলি? কতটা গুরুতর তাঁর শারীরিক পরিস্থিতি? সামনে এল সেই সত্যিটা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল, হাঁটতেই পারছেন না কাম্বলি। যা দেখে কাম্বলির শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়েছিলেন তাঁর স্কুলের দুই সহপাঠী ও ক্রিকেট মাঠের সঙ্গে যুক্ত দুই ভাই - রিকি ও মার্কাস কুটো।
বান্দ্রার জুয়েল কো অপারেটিভ সোশ্যাইটির আবাসনে পাঁচতলায় থাকেন কাম্বলি। সেখানেই গিয়েছিলেন দুই বাল্যবন্ধু।
তবে দুই সহপাঠীকে আশ্বস্ত করে কাম্বলি জানিয়েছেন, তিনি ভাল আছেন। সুস্থ আছেন।
দুই বাল্যবন্ধুকে ৫২ বছরের কাম্বলি মজা করে জানিয়েছেন, তিনি দিব্যি বেঁচে রয়েছেন। তিন নম্বরে ব্য়াট করতেও প্রস্তুত।
কাম্বলি বন্ধুদের বলেছেন, 'এখনও শিবাজি পার্কে ব্যাট করে স্পিনারদের মাঠের বাইরে ফেলে দিতে পারি। যেমন ক্রিকেট খেলার সময় করতাম।'
দুই বন্ধুকে থাম্বস আপও দেখিয়েছেন কাম্বলি। যা জেনে স্বস্তি ভারতীয় ক্রিকেট মহলে।
ভারতের হয়ে ১৭টি টেস্ট ম্যাচ ও ১০৪টি ওয়ান ডে খেলেছেন কাম্বলি। যাঁকে সচিনের মতোই প্রতিভাবান মনে করা হতো। ছবি - পিটিআই ও কাম্বলির ফেসবুক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -