এক্সপ্লোর
Vinod Kambli: অবিরাম জীবনযুদ্ধ, হঠাৎই দ্বিগুণ হল কার্যত দেউলিয়া বিনোদ কাম্বলির আয়! কিন্তু কীভাবে?
Indian Cricket Team: বিসিসিআইয়ের তরফে বিনোদ কাম্বলি ৩০ হাজার টাকা পেনশেন পেতে। তবে এবার তিনি আরও ৩০ হাজার টাকা পাবেন, যদিও তা বিসিসিআইয়ের তরফে নয়।
কীভাবে বাড়ল কাম্বলির আয়? (ছবি: পিটিআই)
1/8

দিনকয়েক আগেই ভীষণ শরীর খারাপ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিনোদ কাম্বলি। জীবনের সঙ্গে লড়াই চলছিল তাঁর।
2/8

জীবনযুদ্ধে জয়ী হয়ে ফিরেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তবে আর্থিক সংকটে ভুগছিলেন তিনি।
3/8

তবে অর্থাভাব মিটতে চলেছে তাঁর। এই মাস থেকে দ্বিগুণ হচ্ছে তাঁর আয়।
4/8

কাম্বলি প্রাক্তন ক্রিকেটার হিসাবে বিসিসিআইয়ের থেকে ৩০ হাজার টাকার মাসিক ভাতা পান। এবার থেকে তিনি আরও ৩০ হাজার টাকা পাবেন। তবে তা বিসিসিআইয়ের থেকে নয়।
5/8

তাঁর দীর্ঘদিনের বন্ধু, সতীর্থ সচিন তেন্ডুলকরের তরফেও এই আর্থিক সাহায্য আসছে না।
6/8

বিনোদ কাম্বলিকে আজীবন মাসিক ৩০ হাজার টাকা ভাতা দেবে সুনীল গাওস্করের চ্যাম্পস ফাউন্ডেশন।
7/8

১৯৯৯ সালে তৈরি এই সংস্থা আর্থিকভাবে প্রাক্তন ক্রীড়াবিদদের সাহায্য করে। গাওস্কর সেই সংস্থার মাধ্যমেই কাম্বলিকে সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন।
8/8

নিজের সেই কথা রাখলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার। এই সাহায্যের জন্য কাম্বলির স্ত্রী আন্দ্রেয়া হিউউইট গাওস্করকে কৃতজ্ঞতা জানান।
Published at : 15 Apr 2025 02:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























