ICC Men's T20I Team: রয়েছেন সূর্য, আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে আর কারা সুযোগ পেলেন?
আইসিসির নির্বাচিত বর্ষসেরা টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করার দায়ভার দেওয়া হয়েছে জস বাটলার। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড বাটলারের অধীনে খেতাব জেতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাটলারের পাশাপাশি ওপেনার হিসাবে মহম্মদ রিজওয়ানকে সুযোগ দেওয়া হয়েছে। তিনি গত বছর টি-টোয়েন্টিতে ৯৯৬ রান করেন।
বিরাট টি-টোয়েন্টি ফর্ম্যাটেই নিজের শতরানের খরা কাটান। প্রাক্তন ভারতীয় অধিনায়ক এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহক হন। তাঁকে দলে সুযোগ দেওয়া হয়েছে।
সূর্যকুমার ১৮৭.৪৩-র স্ট্রাইক রেটে গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ১১৬৪ রান করেন। তাঁর দলে থাকা নিয়ে কোনও প্রশ্ন উঠতেই পারে না।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোয় গ্লেন ফিলিপ্সের ভূমিকা ছিল অনস্বীকার্য। তিনি মোট ৭১৬ রান করে এই দলে জায়গা করে নিয়েছেন।
অলরাউন্ডার হিসাবে দলে সুযোগ পেয়েছেন সিকন্দার রাজা ও হার্দিক পাণ্ড্য। হার্দিক গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬০৭ রানের পাশাপাশি ২০টি উিইকেটও নেন।
এক স্বপ্নের বছরে সিকান্দর রাজা জিম্বাবোয়ের হয়ে টি-টোয়েন্টিতে ৭৩৫ রান করার পাশাপাশই ২৫টি উইকেট নেন।
বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া স্যাম কারানও আছেন দলে।দীর্ঘসময় চোটের ফলে মাঠের বাইরে থাকার পর বিশ্বকাপে তিনি ছয় ম্যাচে ১৩ উইকেট নেন।
এশিয়া কাপে শ্রীলঙ্কার খেতাব জয়ের পিছনে ওয়ানিন্দু হাসারাঙ্গার বিরাট অবদান ছিল। তিনি নয় উইকেট নেন। বিশ্বকাপেও ১৫ উইকেট নেন তিনি।
টি-টোয়েন্টিতে হ্যারিস রউফই গত বছর সর্বোচ্চ উইকেট নেওয়া পাকিস্তান তারকা। তিনি ৩১ উইকেট নিয়ে এই দলে জায়গা করে নিয়েছেন।
গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ উইকেট নেওয়া জস লিটলও দলে রয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -