Man of the Match: বর্তমান ক্রিকেটারদের মধ্যে সর্বাধিকবার ম্যাচ সেরা হয়েছেন কে? কত নম্বরে রয়েছেন কোহলি?
শোয়েব মালিক বর্তমানে পাকিস্তান দলে সুযোগ না পেলেও, তিনি এখনও অবসর ঘোষণা করেননি। শোয়েবের দখলে ২৫ বার ম্যাচ সেরা হওয়ার কৃতিত্ব রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমালিকের থেকে কম ম্যাচ খেলে সমসংখ্যকবার ম্যাচ সেরা হওয়ার কৃতিত্ব রয়েছে জো রুটের দখলেও।
কুইন্টন ডি কক নিজের দিনে একাই ম্যাচ জেতাতে দক্ষ। তিনিও ২৫ বার ম্যাচ সেরা হয়েছেন।
'ফ্যাব ফোর'-এর অন্যতম স্টিভ স্মিথ তালিকায় সাত নম্বরে রয়েছেন। তিনি ২৬ বার ম্যাচ সেরা হয়েছেন।
স্মিথের আগে রয়েছেন 'ফ্যাব ফোর'-এর আরেক তারকা কেন উইলিয়ামসন। তিনি ২৮ বার ম্যাচ সেরা হয়েছেন।
উইলিয়ামসনের আগে রয়েছেন তাঁর কিউয়ি সতীর্থ মার্টিন গাপ্তিল। তাঁর দখলে ৩৪ বার ম্যাচ সেরা হওয়ার কৃতিত্ব রয়েছে।
তিন ফর্ম্যাট মিলিয়ে ৩৬ বার ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও কিন্তু এই তালিকায় রয়েছেন। তাঁর দখলে ৩৭ বার ম্যাচ সেরা হওয়ার কৃতিত্ব রয়েছে।
বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান ৪১ বার ম্যাচ সেরা হয়েছেন।
অনেকেই বিরাট কোহলিকে বর্তমান বিশ্বের সেরা ব্যাটার হিসাবে মনে করেন। পরিসংখ্যানই তাঁর প্রমাণ দেয়। তিনিই বর্তমান ক্রিকেটারজেক মধ্যে সর্বাধিক ৬৩ বার ম্যাচ সেরা হয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -