এক্সপ্লোর
Virat Kohli: সুন্দরী স্ত্রী, দামি দামি গাড়ি, মোটা অঙ্কের সম্পত্তি, বিরাটই কি বিশ্বের ধনী ক্রিকেটার?
Virat Kohli Update: বিরাট বোর্ডের A+ গ্রেডের অন্তর্ভূক্ত ক্রিকেটার। বার্ষিক ৭ কোটি টাকা পান তিনি। প্রতি ওয়ান ডে ম্যাচের জন্য ৬ লক্ষ টাকা করে পান এখনও। আইপিএল প্রতি মরশুমের জন্য পান ২১ কোটি করে।
বিরাট কোহলি
1/8

আচমকাই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। এখন শুধু ওয়ান ডে ফর্ম্য়াটেই খেলবেন তিনি। কিন্তু কোহলিই কি বিশ্বের ধনী ক্রিকেটার?
2/8

বিরাটের স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। দু সন্তান রয়েছে তারকা দম্পতির। এত বড় সেলিব্রিটি হলেও ব্যক্তিগত জীবনকে যতটা প্রচারে আড়ালে রাখাই পছন্দ করেন বিরাট ও অনুষ্কা।
3/8

আরসিবির জার্সিতে চলতি আইপিএল খেলছেন বিরাট। তাঁর আনুমানিক সম্পত্তির পরিমাণ প্রায় ১০৫০ কোটি টাকা।
4/8

বিশ্বের ধনী অ্য়াথলিটদের মধ্যে একজন বিরাট কোহলি। দিল্লির পথ থেকে মুম্বই পাড়ি দিয়ে ভারতীয় ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব ক্রিকেটের সুপারস্টার হয়ে উঠেছেন কোহলি।
5/8

এক রিপোর্ট অনুযায়ী বিরাট ও অনুষ্কা দুজনের সম্পত্তির পরিমাণ প্রায় ১২৫০ কোটি টাকা। অনেকগুলো নামী ব্র্যান্ডের অ্য়াম্বাসেডর কোহলি ও অনুষ্কা।
6/8

বিরাট বোর্ডের A+ গ্রেডের অন্তর্ভূক্ত ক্রিকেটার। যার ফলে বার্ষিক ৭ কোটি টাকা পান তিনি। এছাড়াও প্রতি ওয়ান ডে ম্যাচের জন্য ৬ লক্ষ টাকা করে পান এখনও। আইপিএল প্রতি মরশুমের জন্য পান ২১ কোটি করে।
7/8

বিরাটের নিজের তিনটি পন্য রয়েছে। One8, Nueva ও WROGN এই তিনটি ব্র্যান্ডের অ্য়াম্বাসেডরও কোহলি।
8/8

গুরগাঁওতে ৮০ কোটি টাকার ও মুম্বইয়ে ৩৪ কোটি টাকার অ্য়াপার্টমেন্ট রয়েছে বিরাট কোহলির। এছাড়াও মার্সিডিজ বেনজ, অডি বেন্টলি ছাড়াও আরও দামি গাড়ি রয়েছে সংগ্রহে।
Published at : 14 May 2025 08:38 PM (IST)
View More
Advertisement
Advertisement






















