এক্সপ্লোর
Kuldeep Yadav Engagement: ইংল্যান্ড যাওয়ার আগেই সারলেন বাগদান, কুলদীপের জীবনসঙ্গীর পরিচয় কী?
Kuldeep Yadav Update: ভারতীয় দলের জার্সিতে ২০১৭ সালে অভিষেক হয়েছিল কুলদীপের। এরপর থেকে তিনটি ফর্ম্য়াটে খেলছেন তিনি। যদিও সাম্প্রতিক সময়ে টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াটেই বেশি দেখা যায় তাঁকে।
বাগদান সারলেন কুলদীপ যাদব
1/8

ভারতীয় দলের তারকা স্পিনার কুলদীপর যাদব। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলেন এই চায়নাম্য়ান।
2/8

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলতে দেখা গিয়েছে কুলদীপকে। এর আগে কেকেআরের জার্সিতে দীর্ঘ কয়েক বছর আইপিএলে খেলেছেন।
3/8

কুলদীপ এবার বাগদান পর্ব সেরে নিলেন। নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন কুলদীপ।
4/8

ছোটবেলার বান্ধবী বংশিকার সঙ্গে বাগদান পর্ব সারলেন ভারতের চায়নাম্য়ান স্পিনার। উপস্থিত ছিলেন গুটিকয়েক আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুরা।
5/8

বংশিকা কানপুরের বাসিন্দা। তাঁর বাবা এলআইসি কর্মী। আপাতত বাগদান সেরে নিলেও ইংল্যান্ড সিরিজ থেকে ফেরার পর বিয়ে সারবেন কুলদীপ।
6/8

কুলদীপের অনুষ্ঠানে দেখা গিয়েছে রিঙ্কু সিংহকেও। তাঁরও এই বছরই বিয়ের কথা চলছে। কুলদীপ ও রিঙ্কুর একটি ভিডিও আইপিএলের সময় ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যাচ্ছিল মজার ছলে কুলদীপ চড় মারছেন রিঙ্কুকে।
7/8

ভারতীয় দলের জার্সিতে ২০১৭ সালে অভিষেক হয়েছিল কুলদীপের। এরপর থেকে তিনটি ফর্ম্য়াটে খেলছেন তিনি। যদিও সাম্প্রতিক সময়ে টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াটেই বেশি দেখা যায় তাঁকে।
8/8

কুলদীপের বাগদানের খবর ছড়িয়ে পড়তেই সোশ্য়াল মিডিয়ায় সবাই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কুলদীপকে।
Published at : 05 Jun 2025 12:07 PM (IST)
View More
Advertisement
Advertisement






















