WTC Final 2023: ওভালে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারলেও, একাধিক রেকর্ড গড়লেন কোহলি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের শেষদিনে ভারতের বড় ভরসা ছিলেন বিরাট কোহলি। তবে তিনি গত রানের স্কোরের সঙ্গে পাঁচ রান যোগ করেই সাজঘরে ফেরেন। ভারতও ম্যাচে পরাজিত হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে ভারতীয় দলের পরাজয় সত্ত্বেও ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের এই ম্যাচেই একাধিক ব্যক্তিগত রেকর্ড গড়লেন বিরাট কোহলি।
৪৯ রানের ইনিংসের দৌলতে মাত্র পঞ্চম ভারতীয় হিসাবে লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০০ রানের গণ্ডি পার করলেন কোহলি। তাঁর দখলে বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৪২ টেস্ট রান রয়েছে।
এই ইনিংসের সুবাদেই আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্য়াট মিলিয়ে কোহলি অজিদের বিরুদ্ধে পাঁচ হাজার রানও সম্পূর্ণ করে ফেললেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সর্বাধিক রান করার মালিক কিন্তু এখন কোহলিই।
আইসিসির ফাইনালে কোহলি এখনও পর্যন্ত ২৮০ রান করেছেন, যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।
শুধু তাই নয়, আইসিসির নক আউটে কোহলির করা ৬৮৩ রানও ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। তিনি এক্ষেত্রে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙেন। সচিন আইসিসির নক আউটে মোট ৬৫৭ রান করেছেন।
তবে ভারতকে জেতাতে পারেননি তিনি। ম্যাচ হারার পর স্বাভাবিকভাবেই হতাশ বিরাট কোহলি। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্টও করেন।
চিনের দার্শনিক লাও ঝুর একটি উক্তি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই উক্তিতে লেখা, 'নীরবতা শক্তির বড় উৎস।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -