এক্সপ্লোর
WTC Final 2025: কামিন্স, স্মিথ থেকে রাবাডা, টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে নজর থাকবে যাঁদের ওপর
AUS vs SA: স্টিভ স্মিথের নাম এই তালিকায় থাকবে না তা আবার হয় নাকি! বর্ডার গাওস্কর ট্রফিতে শতরান পেয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজে রান পেয়েছেন। দলকে অধিনায়ক হিসেবে সেমিতে তুলেছিলেন।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা
1/8

প্যাট কামিন্স রয়েছেন এই তালিকায়। ১৮ বছর আগে টেস্টে অভিষেক করার পর থেকে ২৯৪ উইকেট এই ফর্ম্য়াটে ঝুলিতে পুরেছেন। দেশের অধিনায়ক হিসেবেও একের পর এক আইসিসি ইভেন্টে জিতেছেন। ঝুলিতে বিশ্বকাপও রয়েছে। এবারও কি টেস্ট চ্যাম্পিয়ন ঝুলিতে পুরতে পারবেন?
2/8

২০২৩-২০২৫ মরশুমে টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক রানের মালিক ডেভিড বেডিংহাম। ১২ ম্য়াচে ৬৪৫ রান করেছেন তিনি। গত বছর কিউয়িদের বিরুদ্ধে ডেবিউ সেঞ্চুরি হাঁকিয়েছেন।
3/8

আইসিসি ইভেন্টের ফাইনালে অস্ট্রেলিয়া উঠলেই ট্রাভিস হেড জ্বলে উঠেছেন বারবার। গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিরুদ্ধে শতরান। গত ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে শতরান। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৭৭৭ রান করেছেন মোট। ফাইনালে কি হেড রান পাবেন?
4/8

রিয়ান রিকেলটন চলতি বছর পাকিস্তানের বিরুদ্ধে ২৫৯ রান করেছিলেন। ২০২২ সালে টেস্টে অভিষেক করেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রিকেলটনের ব্যাট চলুক চাইবে প্রোটিয়া শিবির।
5/8

মার্কো ইয়েনসেন আইপিএলে পঞ্জাবের জার্সিতে খেলেছেন। ফর্মেও আছেন। টেস্টে দীর্ঘকায় এই অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারে ভারসাম্য় জোগান।
6/8

স্টিভ স্মিথের নাম এই তালিকায় থাকবে না তা আবার হয় নাকি! বর্ডার গাওস্কর ট্রফিতে শতরান পেয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজে রান পেয়েছেন। দলকে অধিনায়ক হিসেবে সেমিতে তুলেছিলেন। আইপিএল খেলেননি, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি নিচ্ছিলেন।
7/8

মার্নাস লাবুশেনকে নতুন দায়িত্বে দেখা যাবে। ওপেনিং করবেন প্রোটিয়া শিবিরের বিরুদ্ধে।
8/8

প্রোটিয়া শিবিরের সবচেয়ে বড় তারকা বোলার। অ্যালান ডোনাল্ড, ডেল স্টেনের পর এই প্রজন্মের দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় তারকা পেসার। অজি ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে জ্বলে উঠতে পারবেন?
Published at : 11 Jun 2025 03:16 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















