Cricketer Acted In Movies: কপিল থেকে ধবন, রুপোলি পর্দাতেও সাবলীল ২২ গজের এই ভারতীয় তারকারা
তালিকায় সবার আগে থাকবেন তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। অনেক সিনেমাতেই বিশেষ চরিত্রে অভিনয় করেছেন কপিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল্লাগি ইয়ে দিল্লাগি, চ্যান কুলি কি ম্যান কুলি, ইকবাল প্রমুখ ছবিতে কাজ করেছেন কপিল দেব। তাঁর নিজের বায়োপিক '৮৩' -তে কপিলের চরিত্রে অবশ্য অভিনয় করেছেন রণবীর সিংহ।
কিংবদন্তি ভারতীয় ওপেনার সুনীল গাওস্কর রয়েছেন তালিকায়। তিনিও বলিউডের বড়পর্দায় নজর কেড়েছেন ছোট ভূমিকায়।
মারাঠি ছবি সাভলি প্রেমাচি-তে অভিনয় করেছেন সুনীল গাওস্কর। বলিউডে মালামাল ছবিতে অভিনয় করেছেন তিনি।
ভারতীয় ক্রিকেট দলের বাঁহাতি ওপেনার শিখর ধবনও সিনেমাতে কাজ করেছেন।
হুমা কুরেশির সঙ্গে ডাবল XL - ছবিতে কাজ করেছেন শিখর ধবন।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাজেডাও রুপোলি পর্দায় কাজ করেছেন।
২০০৩ সালে সুনীল শেট্টি, সানি দেওল অভিনীত খেল ছবিতে কাজ করেছেন। এছাড়াও পল পল দিল কে সাথ ছবিতে কাজ করেছেন।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি তাঁর কেরিয়ার বারবার বিতর্কে জড়িয়েছেন। তিনিও অনর্থ, পল পল দিল কে সাথ ছবিতে কাজ করেছেন বলিউডে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -