Cristiano Ronaldo Records: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এমন পাঁচ রেকর্ড যা ভাঙতে বেগ পেতে হবে সেরাদেরও
২০১৬ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বেই পর্তুগাল উয়েফা ইউরোর খেতাব নিজেদের ঘরে এনেছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সবচেয়ে বেশি ম্যাচ জাতীয় দলের হয়ে খেলেছেন। তিনি পর্তুগালের হয়ে এখনও পর্যন্ত ২০৩টি ম্যাচ খেলেছেন, যা রেকর্ড।
রোনাল্ডোর গোল করার দক্ষতা নিয়ে কোনওদিনও কোন প্রশ্ন উঠতে পারে না। তিনিই প্রথম ফুটবলার হিসাবে ক্লাব ও দেশ মিলিয়ে সর্বোচ্চ স্তরে ৮০০টি গোল করেছেন।
রোনাল্ডো মহাদেশের সেরা ক্লাব টুর্নামেন্টে মোট ১৮৩টি ম্যাচ খেলেছেন। এটিও সর্বকালীন রেকর্ড।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে 'মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ' বলেও ডাকা হয়ে থাকে। মাত্র ১৮ বছর বয়সে তিনি ম্যান ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক ঘটান।
সর্বাধিক ম্যাচ খেলার পাশাপাশি টুর্নামেন্টের সর্বাধিক ১৪০টি গোলও করেছেন রোনাল্ডো। পাঁচবার এইটি টুর্নামেন্টটি জিতেছেন পর্তুগিজ মহাতারকা। তাঁর থেকে অধিকবার আর কোনও ফুটবলার এই টুর্নামেন্ট জেতেননি।
চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলেও তাঁর গোলসংখ্যা সর্বকালের সর্বাধিক।
রোনাল্ডো পর্তুগালের হয়ে ১২৭টি আন্তর্জাতিক গোল করেছেন। লিওনেল মেসি, সুনীল ছেত্রীদের থেকে এগিয়ে রয়েছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -