Novak Djokovic's Controversies: অস্ট্রেলিয়ান ওপেনে অনিশ্চিত জকোচিভ, কিন্তু কেন?
অস্ট্রেলিয়ান ওপেনের আগে বিতর্কের কেন্দ্রে নোভাক জোকোভিচ৷ তাঁর ভিসাই বাতিল করে দিল অস্ট্রেলিয়া সরকার ৷ (সব ছবি নোভাক জকোভিচের ট্যুইটার)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেলবোর্ন বিমানবন্দরে বেশ কয়েক ঘণ্টা আটকে ছিলেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা। শেষ পর্যন্ত তাঁর ভিসা বাতিল হয়।
দেশে ফিরে আসার কথা সার্বিয়ান টেনিস তারকার। ফলে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে জোকারের খেলা অনিশ্চিত।
করোনার ভ্যাকসিন না নিয়ে বিশেষ মেডিক্যাল প্যানেলের ছাড়পত্র জোকোভিচ কী ভাবে পেলেন তার কোনও স্পষ্ট জবাব নাকি সার্বিয়ান টেনিস তারকা দিতে পারেননি।
এছাড়াও ভিসার যে আবেদনপত্র সেখানেও কিছু ভুলভ্রান্তি ছিল বলে জানানো হয়েছে।
তবে এই পরিস্থিতিতে জকোভিচের পাশে দাঁড়িয়েছেন শুক্রবার জোকোভিচের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ারই টেনিস তারকা নিক কির্গিয়স। পাশে দাঁড়িয়েছেন আমেরিকার জন ইসনারও।
২০ টি গ্রান্ডস্লাম জয়ের মালিক জকোভিচ গত বছর ইউএস ওপেন ছাড়া সবগুলো গ্র্যান্ডস্লামই জিতেছিলেন।
কিছুদিন আগে সুইডেনের ফুটবল তারকা জালাটান ইব্রাহিমোভিচের সঙ্গে একটি ছবিতে খোশমেজাজে দেখা গিয়েছিল নোভাককে।
মেলবোর্নে একটি হোটেলে এখন অপেক্ষা করতে হচ্ছে জোকারকে। অস্ট্রেলিয়ান ওপেন রেকর্ড ৯ বার জিতেছেন তিনি।
এছাড়াও জকোভিচের সমর্থনে গলা ফাটাতে রাস্তায় নেমেছেন অনেক মানুষ। বিশ্বের সেরা টেনিস প্লেয়ারকে অস্ট্রেলিয়ান ওপেনে দেখতে চান তারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -