Dhoni Marriage Anniversary: পর্দার গল্পের থেকে একদম আলাদা? কেমন ছিল ধোনি-সাক্ষীর প্রেমের কাহিনি?
আজ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ১২ তম বিবাহবার্ষিকী। দীর্ঘ প্রেমের পর সাক্ষী সিংহ রাওয়াতের সঙ্গে ২০১০ সালে আজকের দিনেই বিয়ে করেছিলেন ধোনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধোনি ও তাঁর স্ত্রী সাক্ষীর প্রেমের গল্প গোটা দেশ জানে। এটি ধোনির বায়োপিক এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরিতেও দেখানো হয়েছে। কিন্তু পর্দার গল্প না কি একদমই আলাদা ২ জনের প্রেমের কাহিনীর থেকে।
ধোনি এবং সাক্ষী দুজনেই একে অপরকে ছোটবেলা থেকেই চেনেন। দুজনের বাবা রাঁচির মেকনে একসঙ্গে কাজ করতেন। রাঁচিতে দুজনেই একসঙ্গে একই স্কুলে পড়তেন। কিন্তু পরে সাক্ষীর পরিবার দেরাদুনে চলে যায়।
এরপর প্রায় ১০ বছর পর দুজনের দেখা হয় ২০০৭ সালে কলকাতায়। এই সময় টিম ইন্ডিয়া কলকাতার তাজ বেঙ্গলে উঠেছিল। সেখানেই সাক্ষী ইন্টার্নশিপ করছিলেন। যেখানে দুজনের দেখা হয়েছিল। সাক্ষীর ম্যানেজার যুধাজিৎ দত্ত তাঁকে ধোনির সঙ্গে পরিচয় করিয়ে দেন।
শোনা যায়, দুজনেই ২০০৮ সালের মার্চ মাসে ডেটিং শুরু করেন। একই বছর মুম্বাইয়ে অনুষ্ঠিত ধোনির জন্মদিনের পার্টিতেও যোগ দিয়েছিলেন সাক্ষী।
শোনা যায় যে সাক্ষীকে দেখার পরই তাঁর প্রেমে পড়ে যান ধোনি। হোটেলের ম্যানেজারের কাছে সাক্ষীর নম্বর চেয়েছিলেন তিনি। সেই সময় সাক্ষী না কি বিশ্বাসই করতে পারছিলেন না যে এত বড় ক্রিকেটার কেন তাঁর সঙ্গে কথা বলতে চাইছেন।
দুই বছর পর, ২০১০ সালে আজকের দিনে ধোনি এবং সাক্ষী গাঁটছড়া বাঁধেন। ২০১৫ সালে এই দম্পতির একটি মেয়ে হয়েছিল, যার নাম জিভা। সম্প্রতি জিভার সঙ্গে একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে ধোনিকে।
এই মুহূর্তে লন্ডনে রয়েছেন এই তারকা দম্পতি। সেখানেই বিবাহবার্ষিকী পালন করবেন তাঁরা। আগামী ৭ জুলাই জন্মদিনও রয়েছেন মাহির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -