East Bengal: টানা ২ ম্যাচ ড্র, ডুরান্ডে কত পয়েন্ট জমল ইস্টবেঙ্গলের ভাঁড়ারে?
ডুরান্ড কাপের (Durand Cup) দ্বিতীয় ম্যাচেও গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল। দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট সংগ্রহ করল লাল-হলুদ বাহিনী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএটিকে মোহনবাগানের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করার পরে কলকাতার আর এক প্রধানের বিরুদ্ধে থমকে গেল আই লিগে খেলা নতুন দল রাজস্থান ইউনাইটেড।
বৃহস্পতিবার কলকাতার কিশোরভারতী স্টেডিয়ামে গোলশূন্য থেকে গেল ‘বি’ গ্রুপের গুরত্বপূর্ণ ম্যাচটি। এই ড্রয়ের ফলে অবশ্য সুবিধাই হল শীর্ষস্থানীয় মুম্বই সিটি এফসি-র।
বৃহস্পতিবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ১-১ ড্র করেও গোলের বিচারে তারা গ্রুপের শীর্ষেই রয়ে গেল।
রবিবার কলকাতা ডার্বির আগে এই ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের কাছে ড্রেস রিহার্সাল। কিন্তু যে ভাবে গোলের সুযোগ নষ্ট করার প্রদর্শনী দেখা গেল লাল-হলুদ বাহিনীর পারফরম্যান্সে, তার পরে ডার্বিতে তারা কতটা সুবিধা করতে পারবে, এই প্রশ্ন থেকেই গেল।
একাধিক সুযোগ নষ্ট করেছেন ভিপি সুহের। অনিকেত যাদব, তুহিন দাসরা এ দিন একাধিক গোলের পাস বাড়ানো সত্ত্বেও সুহের, অমরজিৎ সিংহ কিয়াম, সুমিত পাসিরা গোলে বল রাখতে ব্যর্থ হন। পরের দিকে ব্রাজিলীয় ফরওয়ার্ড এলিয়ান্দ্রো ডস স্যান্টোস নামলেও তেমন কিছু করতে পারেননি।
দুই দলই এ দিন শুরু থেকে আগোছালো ফুটবল খেলে। প্রথম ১৫ মিনিটে কোনও পক্ষই অপরের গোল লক্ষ্য করে শট মারতে পারেনি। ১২ মিনিটের মাথায় বাঁ দিক থেকে জেরি লালরিনজুয়ালার ক্রস গোলকিপার নীরজ কুমার ধরে না ফেললে বিপদে পড়ত রাজস্থান। তার দু’মিনিট আগে ফ্রিকিক থেকে ছিটকে আসা বল সুবিধাজনক জায়গায় পেয়েও গোলে শট নিতে পারেননি জেরি।
ম্যাচের মধ্যে চোট পেয়ে বেরিয়ে যান ইস্টবেঙ্গলের ডিফেন্ডার অঙ্কিত মুখোপাধ্যায়। তাঁর জায়গায় নামেন মহম্মদ রাকিপ। চোট পেয়ে অ্যালেক্স লিমাও কিছুক্ষণের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন, তবে তিনি ফিরে আসেন।
রাজস্থান ইউনাইটেড তেমন ধারালো আক্রমণে না উঠলেও ৬১ মিনিটের মাথায় শৌভিক গোলমুখী লালরেমসাঙ্গাকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় রাজস্থান। কিন্তু সেই সুযোগও হাতছাড়া করেন তাদের ব্রাজিলীয় ফরোয়ার্ড সের্গিও বারবোজা। তাঁর মাঝারি গতির স্পট কিক আটকাতে তেমন অসুবিধা হয়নি লাল-হলুদ গোলকিপার কমলজিতের।
বাড়তি পাঁচ মিনিট সময়ের মধ্যে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে জয়সূচক গোলের নায়ক গিয়ামার নিকুমের শট ক্রসবারের কয়েক ইঞ্চি ওপর দিয়ে বেরিয়ে না গেলে বোধহয় এই ম্যাচেও জিতত রাজস্থান। বক্সের মধ্যেই রাঘব গুপ্তার নিখুঁত পাস থেকে শটটি নেন গিয়ামার। এর পরে আরও দু’টি কর্নার পায় হিরো আই লিগের দলটি। কিন্তু ফিনিশিংয়ের অভাবে এই ম্যাচে জয় পাওয়া হল না তাদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -