Victor Vazquez: খেলেছেন মেসি-পিকে-ফাব্রেগাসের সঙ্গে, ইস্টবেঙ্গলের নতুন চমক ভাজকেজ়
কলিঙ্গ সুপার কাপ জিতে আত্মবিশ্বাসে টগবগ করছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। সামনে আবার এক বড় ম্যাচ। ৩ ফেব্রুয়ারি, শনিবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইএসএল ডার্বির আগে আরও শক্তিশালী হল ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরে যোগ দিলেন এমন একজন, যিনি খেলেছেন লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে।
ভিক্টর ভাজকেজ়কে (Victor Vazquez) সই করাল ইস্টবেঙ্গল। স্পেনের অভিজ্ঞ ফরওয়ার্ড ২০২৩-২৪ মরশুমের আইএসএলে খেলবেন ইস্টবেঙ্গলের জার্সিতে।
এফসি বার্সেলোনা, ক্লাব ব্রাজ, টরন্টো এফসি ও লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির মতো দলে খেলেছেন তিনি।
ভাজকেজ়কে পেয়ে আপ্লুত ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। তিনি বলেছেন, 'বার্সেলোনার খেলার ধাঁচের সঙ্গে পরিচিত ভাজকেজ়। লিওনেল মেসি, জেরার পিকে, সেস ফাব্রেগাসদের প্রজন্মের ফুটবলার ও। মাঝমাঝে ওর সৃজনশীল ফুটবল ইস্টবেঙ্গল সমর্থকদের আনন্দ করার মতো অনেক মুহূর্ত উপহার দেবে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে ওর। যার অর্থ বড় মঞ্চে খেলতে পারদর্শী। আমরা আশাবাদী যে, আইএসএলেও ও উজ্জ্বল হয়ে উঠবে।'
লা মাসিয়া অ্যাকাডেমিতে মেসি, ফাব্রেগাস, পিকে-দের সঙ্গে খেলেই উত্থান ভাজকেজ়ের।
২০০৮ সালে কিংবদন্তি পেপ গুয়ার্দিওলা তাঁকে বার্সেলোনার মূল দলে খেলান। এফসি রুবিন কাজানের বিরুদ্ধে প্রথম গোল করেছিলেন তিনি। ২০১০-১১ মরশুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে।
২০১১ সালের এপ্রিলে বেলজিয়ান প্রো লিগের দল ক্লাব ব্রাজে যোগ দেন। ক্লাব ব্রাজের হয়ে ১৭৩টি ম্যাচ খেলে ২৫টি গোল করেন ভাজকেজ়। ৫০টি গোলে ছিল তাঁর সহায়তাও। ২০১৪-১৫ সালে বেলজিয়ান কাপে ও ২০১৫-১৬ সালে বেলজিয়ান প্রো লিগে চ্যাম্পিয়ন হয় তাঁর দল ক্লাব ব্রাজ।
২০১৪-১৫ উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে দলকে তোলার নেপথ্যেও অন্যতম প্রধান ভূমিকা ছিল তাঁর। সেই মরশুমে বেলজিয়ামের বর্ষসেরা পেশাদার ফুটবলারও হয়েছিলেন তিনি।
ক্লাব ব্রাজ ছাড়ার পর থেকে একাধিক ক্লাবে খেলেছেন ভাজকেজ়। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে তিনি বলেছেন, 'ইস্টবেঙ্গলে যোগ দিয়ে আমি ভীষণ খুশি। কোচ কার্লেস ও সহকারী কোচ দিমাসের কাছে শুনেছি এখানে মানুষ ফুটবল নিয়ে কতটা আবেগপ্রবণ। এই ক্লাবে খেলতে পারব ভেবে রোমাঞ্চিত।' (ছবি - ভাজকেজ়ের ইউনস্টাগ্রাম থেকে নেওয়া))
- - - - - - - - - Advertisement - - - - - - - - -