East Bengal Foundation Day: ইস্টবেঙ্গলের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস, শহর জুড়ে যেন লাল হলুদের মরসুম
ইস্টবেঙ্গলের ১০৩ তম প্রতিষ্ঠা দিবস। দমদম রোডে লাল হলুদ সমর্থকদের উচ্ছ্বাসের ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইস্টবেঙ্গল সমর্থকরা এদিন লাল হলুদ ক্লাবের পতাকা নিয়ে দমদম রোড ধরে এগিয়ে যান। শতাব্দী প্রাচীন ক্লাবের স্লোগানও শোনা যায় তাঁদের মুখে।
আজ সকালে মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ক্লাব পতাকা উত্তোলনের মাধ্যামে অনুষ্ঠানের সূচনা হয়।
ক্লাব কর্মকর্তারা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত হন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলাররা। এদিন ইস্টবেঙ্গলের প্রধান প্রতিষ্ঠাতা রাজা সুরেশ চন্দ্র চৌধুরীর ছবিতে মাল্যদান করা হয়।
প্রতিষ্ঠা দিবসে দিকে দিকে লাল হলুদ পতাকাময়.... বি কে পাল অ্যাভেনিউ এবং সুরেশ চৌধুরীর বাড়ির সামনে। আশিয়ান জয়ী কোচ প্রয়াত সুভাষ ভৌমিককে শ্রদ্ধা জানানো হয়।
মধ্যমগ্রাম যশোর রোড চার রাস্তার মোড়েও লাল হলুদ সমর্থকরা পতাকা উত্তোলন করেন। এছাড়াও চলে দেদার মিষ্টিমুখ।
ইস্টবেঙ্গল ক্লাবের জন্ম ১৯২০ সালে। আসন্ন মরসুমে স্টিফেন কনস্ট্যানটাইনের কোচিংয়ে খেলতে দেখা যাবে লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবটিকে।
৮ বার ফেডারেশন কাপ, তিনবার সুপার কাপ, রেকর্ড সংখ্যক ২৯ বার আইএফএ শীল্ড ও রেকর্ড সংখ্যক ১৬ বার ডুরান্ড কাপ জয় করেছে ইস্টবেঙ্গল ক্লাব। ২০০৩ সালে ঐতিহাসিক আশিয়ান জয়ও রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -