Eden Gardens: ইডেনে বেল বাজিয়ে ম্যাচের সূচনা করবেন সৌরভ
রাঁচিতে রানের ফুলঝুরি ছুটিয়ে শনিবার দুপুরে কলকাতায় পৌঁছচ্ছেন রোহিত শর্মা-কে এল রাহুলরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় ক্রিকেট সমর্থকেরা শুনলে উচ্ছ্বসিত হতে পারেন যে, ইডেনেও ব্যাটিং ঝড়ের পূর্বাভাস রয়েছে।
রবিবার ইডেন বেল বাজিয়ে ম্যাচের সূচনা করবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
শুক্রবারই তিনি ইডেনে গিয়ে পিচ পর্যবেক্ষণ করেন। সিএবি কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকও করেন।
ইডেনে গত কয়েক বছর ধরেই পিচের চরিত্র বদলে গিয়েছে। বাইশ গজ আর আগের মতো মন্থর নেই।
পিচে বল পড়ে দ্রুত ব্যাটে আসবে। পেসাররা বাড়তি বাউন্স পাবেন। বড় রানের ম্যাচ হবে বলে পূর্বাভাস দিচ্ছেন ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়ও।
রবিবাসরীয় ইডেনে তাই রোহিত শর্মা-মার্টিন গাপ্টিলদের ব্যাটে চার-ছক্কার বন্যা বইতে পারে।
উইকেট তৈরির কাজ তত্ত্বাবধান করার জন্য কলকাতায় রয়েছেন বোর্ডের পিচ কমিটির পূর্বাঞ্চলীয় প্রধান আশিস ভৌমিক। ম্যাচের ফাঁকে শিশির নিরোধক স্প্রে ব্যবহার করা হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -