Joe Root: ৮ বছরের খরা কাটিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সেঞ্চুরি রুটের
ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটার কে? যে পাঁচজনের নাম নিয়ে আলোচনা হয়, জো রুট (Joe Root) তাঁদের অন্যতম। বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন ও বাবর আজমের সঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেন তাঁকে সেরাদের তালিকায় রাখা হয়, রুট তা প্রমাণ করে দিলেন শুক্রবার। এজবাস্টনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ঝকঝকে সেঞ্চুরি করলেন।
তাও এমন একটা বোলিং আক্রমণের বিরুদ্ধে, যাঁদের বিরুদ্ধে মাত্র এক সপ্তাহ আগে আত্মসমর্পণ করেছিলেন কোহলি-রোহিত শর্মারা।
টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বোলিংকে সাধারণ স্তরে নামিয়ে আনলেন রুট। টেস্ট কেরিয়ারে নিজের ৩০তম সেঞ্চুরি করলেন ইংরেজ তারকা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ বছর পর সেঞ্চুরি করলেন রুট। ২০১৫ সালে তিনি শেষ সেঞ্চুরি করেছিলেন অজিদের বিরুদ্ধে। তারপর করলেন ২০২৩ সালে।
তবে সকলের নজর কেড়ে নিয়েছে রুটের একটি শট। ধ্রুপদী ব্যাটার হিসাবেই পরিচিত রুট।
টেকিনিকের দিক থেকে দুরন্ত রুট সাধারণত টি-টোয়েন্টি সুলভ শট খেলেন না। তবে তিনিও যে ঝুঁকি নিয়ে বল ওড়াতে পারেন, দেখিয়ে দিলেন রুট।
অজি পেসার স্কট বোল্যান্ডের একটি বল রিভার্স স্কুপ করে বাউন্ডারির বাইরে ফেললেন রুট। যা দেখে ভক্তরা অবাক।
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কার্যত ওয়ান ডে ক্রিকেটের ভঙ্গিতে খেলে মাত্র ৭৮ ওভারে ৩৯৩/৮ স্কোর তুলে ডিক্লেয়ার করে দিল ইংল্যান্ড।
১৫২ বলে ১১৮ রানে অপরাজিত রইলেন রুট। ছবি - ইসিবি, আইসিসি, ফাইল ছবি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -