Euro Cup photos: চোখধাঁধানো উদ্বোধন, ইউরোয় গ্যালারিতে ফিরল দর্শক
২০২০ সালে হওয়ার কথা থাকলেও করোনার ধাক্কায় স্থগিত হয়ে গিয়েছিল ইউরো কাপ। অবশেষে শুক্রবার ভারতীয় সময় মাঝরাতে চোখধাঁধানো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল ইউরো কাপের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরোমের স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে হল ইউরো কাপের উদ্বোধনী অনুষ্ঠান।
বিখ্যাত এই স্টেডিয়ামে ৭০ হাজার দর্শকের বসার ব্যবস্থা রয়েছে।
তবে কোভিডবিধি মেনে ২৫ শতাংশ আসনে দর্শকদের বসার অনুমতি দেওয়া হয়েছিল।
এবারই প্রথম কয়েকটি দেশের ১১টি শহর মিলিয়ে অনুষ্ঠিত হচ্ছে ইউরো কাপ।
শুক্রবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইতালি ও তুরস্ক।
ম্যাচের শুরু থেকে দাপট দেখায় ইতালি। শেষ পর্যন্ত ৩-০ গোলে তুরস্ককে হারায় তারা।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরেই ৫৩ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন তুরস্কের মেরি দেমিরাল।
৬৬ মিনিটে ব্যবধান বাড়ান চিরো ইমমোবিলে। এরপর ৭৯ মিনিটে ইতালির হয়ে তৃতীয় গোল করেন লরেঞ্জো ইনসাইন।
ম্য়াচের সেরা হয়েছেন লিওনার্দো স্পিনাজ্জোলা। ছবি ইউরো কাপের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে নেওয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -