FIFA WC 2022: গুরুদায়িত্ব থিয়াগো সিলভার কাঁধে. ব্রাজিল-ক্যামেরুন ম্যাচে নজরে এই তারকারা
নেমারের অনুপস্থিতিতে দলের উইং থেকে স্ট্রাইকারদের বল সরবরাহ করা থেকে গোল করার দায়িত্ব থাকবে ভিনিসিয়াসের কাঁধে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভিনিসিয়াস ভাল ফর্মেও আছেন কিন্তু। নেমারের অভাব তিনি পূরণ করতে পারেন কি না, সেটাই দেখার।
৩৩ বছর বয়সি এরিক চুপো-মোটিং এবারে ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে ১৬ ম্যাচে ১১টি গোল করে ফেলেছেন।
বিশ্বকাপেও ইতিমধ্যেই ক্যামেরুনের হয়ে গোলও করে ফেলেছেন। ফের একবার গোলের জন্য তাঁর দিকে তাকিয়ে থাকবে ক্যামেরুন।
থিয়াগো সিলভার ব্রাজিল রক্ষণের স্তম্ভ। দলের ডিফেন্সকে তিনিই নেতৃত্ব দেন।
নেমারের মতো তারকার অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব খানিকটা বাড়লই বটে।
ভিনসেন্ট আবুবাকার ক্যামেরুন দলের অধিনায়ক। জাতীয় দলের ৩৪টি গোল রয়েছে তাঁর দখলে।
ব্রাজিলের মতো কঠিন প্রতিপক্ষকে হারাতে অধিনায়কের কাঁধে অবশ্যই বাড়তি দায়িত্ব থাকবে।
চলতি বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সর্বাধিক দুইটি গোল করেছেন রিচার্লিসন।
নেমারের অনুপস্থিতিতে তাঁর কাঁধে ফের একবার ব্রাজিলের হয়ে গোল করার গুরুদায়িত্ব থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -